কলকাতা পুরসভায় কর্মী নিয়োগ, বুধে ইন্টারভিউ

কলকাতা পুরসভায় কর্মী নিয়োগ, বুধে ইন্টারভিউ

কলকাতা: করোনা পরিস্থিতিতে কলকাতা পুরসভার আওয়াত শ্মশান কিংবা সমাধিস্থলে সাব রেজিস্ট্রার নিয়োগ করা হবে। আপাতত চুক্তিভিত্তিক ভাবে নিয়োগ করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে৷ 

শিক্ষাগত যোগ্যতা:
হোমিওপ্যাথিতে ডিগ্রি/ ডিপ্লোমা কোর্স করা সার্টিফিকেট থাকলে ইন্টারভিউতে  অংশ নেওয়া যাবে৷ 

 

বয়স:
১ জানুয়ারি, ২০২১ তারিখের ভিত্তিতে ৪৫ বছরের মধ্যে প্রার্থীরা এই পদে আবেদন করতে পারেন।

 

বেতন:
এই শূন্যপদে নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে ৩০ হাজার টাকা বেতন দেওয়া হবে।

 

ইন্টারভিউর দিন:
এই পদে নিয়োগের জন্য আগামী ৩০ জুন ইন্টারভিউ নেওয়া হবে।

 

ইন্টারভিউর স্থান:
স্বাস্থ্য বিভাগ, কক্ষ: ১৫২, প্রথম তল, ৫ এসএন ব্যানার্জি রোড, কলকাতা: ৭০০১৩

 

ইন্টারভিউর দিন সঙ্গে নিতে হবে:
শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
বয়সের প্রমাণপত্র
অভিজ্ঞতা সংক্রান্ত প্রমাণপত্র 
এছাড়া এই চাকরি সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য https://www.kmcgov.in ওয়েবসাইটে গিয়ে দেখতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − eleven =