কলকাতা: রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য সুখবর। রাজ্যের গুরুত্বপূর্ণ পৌরসভায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত৷ নিয়োগ নোটিশ জারি করেছে শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন৷ আইটি পদে কর্মী নিয়োগ করা হবে৷ আসন সংখ্যা ২৷ মাসে বেতন ১২ হাজার টাকা৷
আবেদনের জন্য আগ্রহী প্রার্থীদের যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা শিক্ষা প্রতিষ্ঠান থেকে ব্যাচেলার ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন অথবা ব্যাচেলর ইন কম্পিউটার সাইন্স-এর ডিগ্রি/সার্টিফিকেট থাকতে হবে।
১ জানুয়ারি, ২০২৪ তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স ন্যূনতম ২১ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে। তফশিলি জাতি-উপজাতির প্রার্থীরা বয়সের ছাড় পাবেন৷
অফলাইনে আবেদন জানাতে হবে৷ আবেদন পত্র পাঠাতে হবে নীচে লেখা ঠিকানায়— To The Commissioner of Siliguri Municipal Corporation, Baghajatin Road, PO- Siliguri, Dist- Darjeeling, PIN- 734001
কম্পিউটারের মাধ্যমে অনলাইনে পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষায় উত্তীর্ণ হলে ইন্টারভিউর জন্য ডাকা হবে। সেখান থেকে বেছে নেওয়া হবে যোগ্য প্রার্থীদের৷ আবেদন জানানোর শেষ তারিখ ১০ সেপ্টেম্বর, ২০২৪৷