সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্সড কম্পিউটিংয়ে কর্মী নিয়োগ!

সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্সড কম্পিউটিংয়ে কর্মী নিয়োগ!

পাটনা: পাটনার সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্সড কম্পিউটিংয়ে কর্মী নিয়োগ করা হবে। টেকনিক্যাল অফিসার, সিনিয়র টেকনিক্যাল অফিসার, প্রিন্সিপাল টেকনিক্যাল অফিসার এবং জয়েন্ট ডিরেক্টর পদ সহ মোট ১৫টি শূন্যপদে আবেদন করতে হলে সিডিএসি-র অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। ২৩ জুলাইয়ের মধ্যে আবেদন করতে হবে।

সিডিএসি রিক্রুটমেন্ট ২০২১:

শূন্যপদ
লেভেল ১০ টেকনিক্যাল অফিসার- ৬টি শূন্যপদ
লেভেল ১১ সিনিয়র টেকনিক্যাল অফিসার – ৪টি শূন্যপদ
লেভেল ১২ প্রিন্সিপাল টেকনিক্যাল অফিসার- ৩টি শূন্যপদ
লেভেল ১৩ জয়েন্ট ডিরেক্টর- ২টি শূন্যপদ

 

বয়স
টেকনিক্যাল অফিসার পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে।
সিনিয়র টেকনিক্যাল অফিসার পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স ৩৩ বছরের মধ্যে হতে হবে।
প্রিন্সিপাল টেকনিক্যাল অফিসার পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স ৩৭ বছরের মধ্যে হতে হবে।
জয়েন্ট ডিরেক্টর পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স ৪১ বছরের মধ্যে হতে হবে।

 

যোগ্যতা
টেকনিক্যাল অফিসর পদে আবেদনের জন্য বিই, বিটেক, এমসিএ, সিএসই, ইসিই বা আইটি ডিগ্রি থাকতে হবে। এছাড়াও সিএসই, ইসিই বা আইটিতে ৬০ শতাংশ নম্বর পাওয়া প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
সিনিয়র টেকনিক্যাল অফিসর পদে আবেদন করার জন্য বিই, বিটেক, এমসিএ, সিএসই, ইসিই বা আইটি ডিগ্রি থাকা বাধ্যতামূলক৷ এছাড়াও ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজিতে পোস্ট গ্র্যাজুয়েট করা প্রার্থীদের এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 
প্রিন্সিপাল টেকনিক্যাল অফিসার পদে আবেদন করতে হলে বিই, বিটেক, এমসিএ বা সমতুল্য সিএসই, ইসিই বা আইটি ডিগ্রি সহ ৭ বছরের কাজের দক্ষতা থাকতে হবে। পোস্ট গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারিং অথবা সিএসই, ইসিই বা আইটি ডিগ্রির পাশাপাশি পাঁচ বছরের অভিজ্ঞতা থাকলেই হবে৷
জয়েন্ট ডিরেক্টর পদে আবেদনের জন্য বিই, বিটেক, এমসিএ, অথবা সমতুল্য ডিগ্রি সিএসই, ইসিই বা আইটিতে ফার্স্ট ক্লাস পাশ হতে হবে এবং ১১ বছরের কাজের দক্ষতা থাকতে হবে। সিএসই, ইসিই বা আইটিতে পোস্ট গ্র্যাজুয়েট প্রার্থীদের জন্য ৯ বছরের কাজের দক্ষতা ও ফার্স্ট ক্লাস পাশ হতে হবে। সিএসই, ইসিই বা আইটিতে পিএইডি করা প্রার্থীদের ৮ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

 

আবেদনের আগে সিডিএসি রিক্রুটমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সব তথ্য খুঁটিয়ে দেখতে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 4 =