ডায়েটিশিয়ান-সহ বিভিন্ন পদে লোক নিয়োগ

ডায়েটিশিয়ান-সহ বিভিন্ন পদে লোক নিয়োগ

পানাজি: বিভিন্ন বিভাগ ও প্রতিষ্ঠানে ডায়েটিশিয়ান, অ্যাসিস্ট্যান্ট প্রফেসার, লাইব্রেরিয়ান, প্ল্যানিং অফিসার, ডেপুটি টাউন প্ল্যানার সহ অন্যান্য পদে নিয়োগের জন্য সম্প্রতি গোয়া পাবলিক সার্ভিস কমিশনের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যোগ্য ও ইচ্ছুক প্রার্থীদের দ্রুত  আবেদন করতে বলা হয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানতে জিপিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখতে হবে প্রার্থীদের। অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ২২ অক্টোবর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। জিপিএসসির অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পাওয়া যাবে। 
 

শূন্যপদ
১৯টি শূন্যপদ পদ রয়েছে৷

 

শূন্যপদের বিবরণ
ডিরেক্টরেট অফ হেলথ সার্ভিসে ডায়েটিশিয়ান: ১টি, সার্জারিতে লেকচারার: ৬টি, জুনিয়র অর্থোপেডিক সার্জন: ১টি, জুনিয়র রেডিয়োলজিস্ট: ১টি, মেডিসিনে লেকচারার: ১টি, জুনিয়র অপথ্যালমিক সার্জন: ১টি,  মেডিক্যাল ইমাজেনিং টেকনোলজিতে অ্যালাইড হেলথ সার্ভিস কোর্সে অ্যাসিস্ট্যান্ট প্রফেসার: ২টি, অপট্রোমেট্রিতে অ্যালাইড হেলথ সার্ভিস কোর্সে অ্যাসিস্ট্যান্ট প্রফেসার: ২টি, হোম সায়েন্স কলেজে লাইব্রেরিয়ান: ১টি, ডিরেক্টোরেট অফ ইন্ড্রাস্ট্রি, ট্রেড এবং কমার্সে প্ল্যানিং অফিসার: ২টি, টাউন ও কান্ট্রি প্ল্যানিং বিভাগে ডেপুটি টাউন প্ল্যানার: ১টি পদ

 

শিক্ষাগত যোগ্যতা
উক্ত পদে আবেদনের প্রার্থীদের স্নাতক, স্নাতকোত্তর, ডিপ্লোমা প্রাপ্ত  হতে হবে৷
প্রার্থীরা https://gpsc.goa.gov.in/applyonline.phpএই লিঙ্কটিতে গিয়ে সরাসরি আবেদন করতে পারবেন৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − 6 =