অসম রাইফেলসে রিক্রুটমেন্ট ব়্যালি শুরু হতে চলেছে

অসম রাইফেলসে রিক্রুটমেন্ট ব়্যালি শুরু হতে চলেছে

গুয়াহাটি: অসম রাইফেলসে রিক্রুটমেন্ট ব়্যালি শুরু হচ্ছে পয়লা ডিসেম্বর থেকে। টেকনিক্যাল এবং ট্রেডসম্যান পদে নিয়োগ হবে। এই ব়্যালিতে অংশ নিতে হলে আগে নিজেদের নাম রেজিস্ট্রেশন করতে হবে ইচ্ছুক প্রার্থীদের। অসম রাইফেলসের অফিসিয়াল ওয়েবসাইটে রেজিস্ট্রেশনের জন্য আবেদনপত্র পাওয়া যাবে। আবেদন প্রক্রিয়া চলছে৷ আবেদনের শেষ তারিখ ২৫ অক্টোবর, ২০২১।

শূন্যপদ:
মোট ১২৩০টি শূন্যপদ রয়েছে। 

 

নিয়োগের প্রক্রিয়া:
বেশ কয়েকটি পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। সকলকে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, লিখিত পরীক্ষা, ট্রেড টেস্ট ও মেডিক্যাল টেস্ট দিতে হবে। সেই সব পরীক্ষাগুলিতে পাশ করলে তবেই প্রার্থীদের যোগ্য হিসেবে বিবেচনা করা হবে৷ একটি ফিজিক্যাল টেস্ট দিতে হবে প্রার্থীদের। লিখিত পরীক্ষাও দিতে হবে। পরীক্ষাগুলি হবে দিফু, কারবিয়াংলঙ, এইচকিউ ডিজিএআর, শিলং, জোরহাট, এনইএফএ গেট, শিলচর, মসিমপুর, লোখরা ও তেজপুরে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − 7 =