ভাবা অ্যাটোমিক রিসার্চ সেন্টারে নিয়োগ

ভাবা অ্যাটোমিক রিসার্চ সেন্টারে নিয়োগ

মাইসোর: ভাবা অ্যাটোমিক রিসার্চ সেন্টারে বিভিন্ন পদে নিয়োগ করতে সম্প্রতি একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ওই গবেষণা কেন্দ্রের তরফে ড্রাইভার, পাম্প অপারেটর, ফায়ার ম্যান এবং সাব-অফিসার পদে নিয়োগের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানতে বিএআরসির অফিসিয়াল ওয়েবসাইট http://www.barc.gov.in/careers/ এ গিয়ে খোঁজ নিতে হবে। আগামী ১৫ অক্টোবর, ২০২১ তারিখ পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়া যাবে৷ 
 

শূন্যপদের সংখ্যা 
২০

 

শূন্যপদের বিবরণ 
ড্রাইভার, ফায়ার ম্যান এবং পাম্প অপারেটর: ১৬টি 
পে ম্যাট্রিক্স: লেভেল ৩
বেতন: ২১,৭০০ + অ্যালায়েন্স
শিক্ষাগত যোগ্যতা: দ্বাদশ শ্রেণিতে সায়েন্স শাখায় কেমিস্ট্রি নিয়ে ৫০% নম্বর পেয়ে উত্তীর্ণ হতে হবে। এছাড়াও এক বছর গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে।

 

সাব অফিসার: ৪টি পদ
পে ম্যাট্রিক্স: লেভেল ৬
বেতন: ৩৫,৪০০ + অ্যালায়েন্স
শিক্ষাগত যোগ্যতা: দ্বাদশ শ্রেণিতে সায়েন্স শাখায় কেমিস্ট্রি নিয়ে ৫০% নম্বর পেয়ে উত্তীর্ণ হতে হবে। এছাড়াও ন্যাশনাল ফায়ার সার্ভিস কলেজ থেকে করা কোর্সের সার্টিফিকেট লাগবে৷ 
শারীরিক যোগ্যতা
উচ্চতা-১৬৫ সেমি.
ওজন- কমপক্ষে ৫০ কেজি
সাধারণ ছাতি- ৮১ সেমি
প্রসারিত ছাতি- ৮৬ সেমি
দৃষ্টি- চশমা ছাড়া ৬/৬

 

নির্বাচন পদ্ধতি
লিখিত পরীক্ষা এবং ফিজিক্যাল টেস্টের মাধ্যমে প্রার্থী নিয়োগ করা হবে৷

 

বয়স
জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে৷ ওবিসি ক্যাটাগরির প্রার্থীদের সর্বোচ্চ ৩০ বছর এবং এসসি/ এসটি ক্যাটাগরির প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর বয়স হতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × two =