SBI ক্লার্ক নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষার অ্যাডমিট কার্ড বিলি

SBI ক্লার্ক নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষার অ্যাডমিট কার্ড বিলি

নয়াদিল্লি: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় ক্লার্ক নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ হল। যে প্রার্থীরা ক্লার্ক (জুনিয়র অ্যাসোসিয়েট) নিয়োগের পরীক্ষার জন্য আবেদন জানিয়ে নথিভুক্ত হয়েছেন, তাঁরা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (এসবিআই) অফিসিয়াল ওয়েবসাইট sbi.co.in এ গিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারেন৷ আগামী ১৩ জুলাই পর্যন্ত ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে।

এসবিআই একটি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, ‘(ক্লার্ক নিয়োগের) প্রিলিমিনারি পরীক্ষার কল লেটার ডাউনলোড করার প্রক্রিয়া শুরু হচ্ছে। তবে লাদাখ এবং লেহ ও কার্গিল উপত্যকার জন্য যে প্রার্থীরা নথিভুক্ত হয়েছেন, তাঁরা বিশেষ প্রক্রিয়ার অধীনে থাকায় এখনই কল লেটার ডাউনলোড করতে পারবেন না। তাঁদের জন্য আবার নোটিশ জারি করা হবে৷ ততক্ষণ পর্যন্ত ওই দুই এলাকার নিয়োগ প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছে।’

এসবিআই ক্লার্ক নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষার অ্যাডমিট কার্ড :
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (এসবিআই) অফিসিয়াল ওয়েবসাইট sbi.co.in-এ যান 
তারপর এসবিআই ক্লার্ক প্রিলিমস এক্সাম অ্যাডমিট কার্ড অপশনে ক্লিক করুন।
নিজের রেজিস্ট্রেশন নম্বর ও জন্ম তারিখ দিয়ে সাবমিট করুন।
এরপর অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করুন।
এসবিআই ক্লার্ক নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষার অ্যাডমিট কার্ড সরাসরি ডাউনলোডের জন্য ডিরেক্ট লিঙ্ক এসবিআই ক্লার্ক ২০২১ এক্সাম অ্যাডমিট কার্ড অপশনে ক্লিক করুন৷ 
এসবিআই ক্লার্কের ক্ষেত্রে (জুনিয়র অ্যাসোসিয়েট) শূন্যপদের সংখ্যা ৫,২৩৭। এই পদে চাকরি পেতে গত ২৭ এপ্রিল থেকে অনলাইনে আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছিল। ৩১ মে এসবিআইয়ের তরফে সংক্ষিপ্ত বিবৃতি দিয়ে বলা হয়, ‘করোনা নামক অতিমারির জন্য পরবর্তী নির্দেশ না জারি হওয়া পর্যন্ত প্রিলিমিনারি পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে। যে পরীক্ষা জুনে হওয়ার কথা ছিল।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 − 3 =