একাধিক গরমিলের অভিযোগ, SSC দফতরের বাইরে উচ্চ প্রাথমিকের প্রার্থীদের তুমুল বিক্ষোভ

একাধিক গরমিলের অভিযোগ, SSC দফতরের বাইরে উচ্চ প্রাথমিকের প্রার্থীদের তুমুল বিক্ষোভ

কলকাতা:  সল্টলেকে স্কুল সার্ভিস কমিশনের দফতরের বাইরে চাকরি প্রার্থীদের বিক্ষোভ৷ উচ্চ প্রাথমিকে নিয়োগ নিয়ে তাঁদের গুচ্ছ অভিযোগ রয়েছে৷ আজ আদালতের শুনানির মধ্যেই অ্যাকাডেমিক স্কোরে গরমিলের  অভিযোগ উঠল৷ অনেকের অ্যাকাডেমিক স্কোর বাড়িয়ে দেওয়া হয়েছে বলে দাবি৷ অন্যদিকে, তথ্য আপলোডের পরেও শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত তথ্য ওয়েবসাইটে দেখানো হচ্ছে তথ্য আপলোড হয়নি৷  

আরও পড়ুন- অ্যাপ্রেন্টিস পদে ৬১০০ কর্মী নিয়োগ করবে SBI

এদিন এসএসসি দফতরের বাইরে কমিশনের নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বচসায় জড়ান চাকরিপ্রার্থীরা৷ বইরে হইচই হলেও কমিশনের তরফে কোনও উত্তর আসেনি৷ ফলে চাকরি প্রার্থীদের মধ্যে উত্তেজনা আরও বাড়ছে৷ নিরাপত্তারক্ষীদের সঙ্গে চলছে তুমুল বাকবিতণ্ডা৷ একাধিক অভিযোগ নিয়ে বিক্ষোভে নেমেছেন চাকরি প্রার্থীরা৷ তাঁদের অভিযোগ, ডকুমেন্ট আপলোড করার জন্য তাঁদের কোনও মেল করা হয়নি৷ কোনও ফোন আসেনি৷ এর পরেও তাঁরা ডকুমেন্ট আপলোড করেছেন৷ এবং তা এসএসসি’র সাইটে সফলও দেখিয়েছে৷ তথ্য আপলোডের প্রমাণও রয়েছে তাঁদের কাছে৷ অথচ এর পরেও অনেকের নাম রিজেক্ট লিস্টে চলে গিয়েছে৷ তাঁরা ডকুমেন্ট আপলোড করেননি বলে এসএসসি’র তরফে পাল্টা অভিযোগ করা হচ্ছে৷ চাকরি প্রার্থীদের আরও দাবি, তাঁদের সকলেরই কাট অফ মার্কস রয়েছে৷ শুধু তাই নয় পরীক্ষার নম্বর আপলোড করা হলে অনেকেরই নাম প্রথম সারিতে থাকবে৷ 

আরও পড়ুন- ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউটে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি

এক চাকরি প্রার্থী বলেন, ২০১৪ ও ২০১৫ সালে সফল ভাবে সকল তথ্য আপলোড করেছি৷ ২০১৯ সালে ইন্টারভিউ দিয়েছি৷ ২০২১ সালে আবার আপলোড করেছি৷ এর পর দেখাচ্ছে আমার তথ্য আপলোড হয়নি৷ এটা কী ভাবে সম্ভব? মামলা হয়েছে বলে এটা জানতে পেরেছি৷ এই প্যানেলে রিক্রুট হলে কী হত?

এদিকে, ইন্টারভিউ তালিকার বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে মামলা করেছে উচ্চ প্রাথমিকের ১৩৬ জন প্রার্থী৷ তাঁদের দাবি, ২০১৯ সালের বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের নির্দেশ মানা হয়নি৷ প্রকাশ করা হয়নি স্বচ্ছ ইন্টারভিউ তালিকা৷ 
   

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 9 =