আরও জোরদার হল আন্দোলন, আমরণ অনশনে পাশ্বশিক্ষকরা

কলকাতা: বেতন বৈষম্য-সহ একাধিক দাবিতে সপ্তাহব্যাপী অবস্থান-আন্দোলনে সারা না মেলায় শুক্রবার থেকে আমরণ অনশনের নামলেন পার্শ্ব শিক্ষকরা৷ তাদের মূল দাবি, ‘সম কাজে সম বেতন’৷ পার্শ্ব শিক্ষকদের অভিযোগ তাদের বেতনের ৬০ শতাংশ কেন্দ্র আর ৪০ শতাংশ রাজ্য দিয়ে থাকেন৷ সেক্ষেত্রে, কেন্দ্রের দেওয়া উচ্চ প্রাথমিক এবং প্রাথমিক পার্শ্ব শিক্ষকদের যথাক্রমে ২০,০০০ এবং ১৫,০০০ টাকা কেন্দ্র দিয়ে থাকে৷

আরও জোরদার হল আন্দোলন, আমরণ অনশনে পাশ্বশিক্ষকরা

কলকাতা: বেতন বৈষম্য-সহ একাধিক দাবিতে সপ্তাহব্যাপী অবস্থান-আন্দোলনে সারা না মেলায় শুক্রবার থেকে আমরণ অনশনের নামলেন পার্শ্ব শিক্ষকরা৷ তাদের মূল দাবি, ‘সম কাজে সম বেতন’৷

পার্শ্ব শিক্ষকদের অভিযোগ তাদের বেতনের ৬০ শতাংশ কেন্দ্র আর ৪০ শতাংশ রাজ্য দিয়ে থাকেন৷ সেক্ষেত্রে, কেন্দ্রের দেওয়া উচ্চ প্রাথমিক এবং প্রাথমিক পার্শ্ব শিক্ষকদের যথাক্রমে ২০,০০০ এবং ১৫,০০০ টাকা কেন্দ্র দিয়ে থাকে৷ কিন্তু হিসেবে দেখা যাচ্ছে প্রতি মাসে প্রাথমিক শিক্ষক-শিক্ষিকারা কয়েক হাজার টাকা কম বেতন পাচ্ছেন৷ তাহলে সেই টাকা কোথায় যায় সেই প্রশ্নের উত্তর রাজ্য সরকারকেই দিতে হবে৷ পাশাপাশি তাদের আরো অভিযোগ গ্রেড পে বাড়লেও এখনও অপরিবর্তিত পে-ব্যান্ড৷ রাজ্যের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ তুলে অনশনে বসেছেন ২৯ জন পার্শ্ব শিক্ষক৷ পাঁচ দিনে পড়ল শিক্ষকদের ধর্না৷

এই বেতন কাঠামো নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গেও দেখা করেছিলেন পার্শ্ব শিক্ষক সংগঠনগুলির নেতৃত্বরা৷৷ প্রসঙ্গত, হাইকোর্টের শর্ত মেনে ১১ নভেম্বর থেকে বিকাশভবন চত্বরে একটানা আটদিন অবস্থান আন্দোলনে সামিল হয়েছিলেন পার্শ শিক্ষকরা৷ শর্ত অনুসারে বিকাশ ভবন থেকে ১০০ মিটার দূরে ৩০০ জন এবং বাকি আন্দোলনকরীরা থাকবেন ৩০০ মিটারের বাইরে৷ পুলিশের তরফ থেকে ভিডিওগ্রাফির ব্যবস্থাও করা হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + sixteen =