উচ্চবর্ণের সংরক্ষণে সুপ্রিম পদক্ষেপ, কেন্দ্রকে নোটিস

নয়াদিল্লি: উচ্চবর্ণের জন্য ১০ শতাংশ সংরক্ষণের ওপর কোনও স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বেঞ্চ শুক্রবার জানিয়েছে, তারা বিষয়টি খতিয়ে দেখবে। কেন্দ্রের কাছে চার সপ্তাহের মধ্যে এনিয়ে জবাব চেয়ে নোটিস পাঠিয়েছে তারা। উচ্চবর্ণের আর্থিক পশ্চাদপর অংশের জন্য ১০ শতাংশ সংরক্ষণের জন্য সংশোধনী বিলটি সংসদের দুই কক্ষেই পাশ হয়েছে। তিনদিনের মধ্যে রাষ্ট্রপতির অনুমোদনও

উচ্চবর্ণের সংরক্ষণে সুপ্রিম পদক্ষেপ, কেন্দ্রকে নোটিস

নয়াদিল্লি: উচ্চবর্ণের জন্য ১০ শতাংশ সংরক্ষণের ওপর কোনও স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বেঞ্চ শুক্রবার জানিয়েছে, তারা বিষয়টি খতিয়ে দেখবে। কেন্দ্রের কাছে চার সপ্তাহের মধ্যে এনিয়ে জবাব চেয়ে নোটিস পাঠিয়েছে তারা।

উচ্চবর্ণের আর্থিক পশ্চাদপর অংশের জন্য ১০ শতাংশ সংরক্ষণের জন্য সংশোধনী বিলটি সংসদের দুই কক্ষেই পাশ হয়েছে। তিনদিনের মধ্যে রাষ্ট্রপতির অনুমোদনও পাওয়া গিয়েছে। এই সংশোধনীকে চ্যালেঞ্জ করে একাধিক আবেদন জমা পড়ে শীর্ষ আদালতে। আবেদনকারীদের বক্তব্য, সংবিধানের সাধারণ শ্রেণির জন্য সংরক্ষণের কোনও সংস্থান নেই। ৫০ শতাংশের বেশি সংরক্ষণও করা যায় না। রাজনৈতিক মহলের ধারণা, মধ্যপ্রদেশ ও রাজস্থানে উচ্চবর্ণের লোকেরা বিরূপ হওয়ায় হেরেছে বিজেপি। তাই লোকসভা ভোটের আগে হাওয়া ঘোরাতেই তড়িঘড়ি এই সংশোধনী এনেছিল মোদি সরকার। এই সময়ের মধ্যে এই সংরক্ষণের ভিত্তিতে যেসব নিয়োগ হবে, তার ভবিষ্যৎ নির্ভর করবে এই মামলার ফলের ওপর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 5 =