৭ বছর নয়, টেট শংসাপত্রের বৈধতা থাকবে আজীবন, ঘোষণা কেন্দ্রের

৭ বছর নয়, টেট শংসাপত্রের বৈধতা থাকবে আজীবন, ঘোষণা কেন্দ্রের

নয়াদিল্লি: টিচার্জ এলিজিবিলিট টেস্ট (টেট)-এর বৈধতার মেয়াদ বাড়াল কেন্দ্রীয় সরকার৷ ২০১১ সাল থেকে যে সকল প্রার্থীরা টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তাঁদের শংসাপত্রের বৈধতা ৭ বছর থেকে বাড়িয়ে আজীবন করা হয়েছে বলে জানালেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক৷ 

আরও পড়ুন- করোনা আবহে দেশে কর্মহীন ১৮ শতাংশ, রাজ্যে ১৯.৩!

এক বিবৃতিতে শিক্ষামন্ত্রী বলেন, ‘‘টেট উত্তীর্ণদের সংশাপত্রের বৈধতা ৭ বছর থেকে বাড়িয়ে আজীবন করা হল৷ ২০১১ সাল থেকে এই সুযোগ পাওয়া যাবে৷ সারা জীবনের জন্য তাঁদের সংশাপত্র বৈধ থাকবে৷’’ নিশাঙ্ক বলেন, ‘‘যাঁরা শিক্ষা জগতে নিজেদের কেরিয়ার করতে চান তাঁদের কর্ম সংস্থানের সুযোগ বৃদ্ধিতে এটি একটি ইতিবাচক পদক্ষেপ৷’’ যে সকল প্রার্থীর টেট উত্তীর্ণ হওয়ার মেয়াদ ৭ বছর পেরিয়ে গিয়েছে, তাঁদের নতুন করে টেট সার্টিফিকেট দেওয়ার বিষয়টি দেখবে সংশ্লিষ্ট রাজ্য সরকার ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলির প্রশাসন৷

কেন্দ্রের এই সিদ্ধান্তে উপকৃত হবেন টেট উত্তীর্ণ হওয়ার ৭ বছর পরেও চাকরি না পাওয়া প্রার্থীরা৷ টেট উত্তীর্ণ হওয়ার পর ৭ বছর কেটে যাওয়ায় তাঁদের শংসাপত্রের বৈধতা শেষ হয়ে গিয়েছিল৷ কেন্দ্রের নয়া সিদ্ধান্তে নতুন করে আজীবন সংশাপত্র পাবেন তাঁরা৷ ফলে চাকরি ক্ষেত্রে তাঁদের সুযোগও বাড়বে৷  প্রসঙ্গত, স্কুল শিক্ষার জন্য টেট উত্তীর্ণ হওয়া আবশ্যক৷ 

২০১১ সালের ১১ ফেব্রুয়ারি ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশনের নির্দেশিকায় এই পরিবর্তন করা হয়েছে৷ যেখানে বলা হয়েছিল, টেট পরীক্ষার আয়োজন করবে রাজ্য সরকার এবং টেট সংস্থাপত্রের বৈধতা থাকবে ৭ বছর৷ তবে রাজ্যের পাশাপাশি জাতীয় স্তরেও টেটের ব্যবস্থা রয়েছে৷ সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্টের ব্যবস্থা করে সিবিএসই৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − 11 =