৮৪ হাজার শূন্যপদ রয়েছে আধা সামরিক বাহিনীতে

নয়াদিল্লি: আধা সামরিক বাহিনীতে শূন্যপদের সংখ্যা ৮৪ হাজার ৩৭টি। মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, সব বাহিনীতেই নির্ধারিত পদের ১০ ভাগ প্রতিবছরই খালি হয়। সিআরপিএফে থাকার কথা ৩ লাখ ২৪ হাজার কর্মী। খালি রয়েছে ২২ হাজার ৯৮০। বিএসএফের অনুমোদিত পদ ২ লাখ ৬৩ হাজার, শূন্য রয়েছে২১ হাজার ৪৬৫। সিআইএসএফে ১ লাখ ৫৬ হাজারের জায়গায় খালি রয়েছে ১০

৮৪ হাজার শূন্যপদ রয়েছে আধা সামরিক বাহিনীতে

নয়াদিল্লি: আধা সামরিক বাহিনীতে শূন্যপদের সংখ্যা ৮৪ হাজার ৩৭টি। মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, সব বাহিনীতেই নির্ধারিত পদের ১০ ভাগ প্রতিবছরই খালি হয়। সিআরপিএফে থাকার কথা ৩ লাখ ২৪ হাজার কর্মী। খালি রয়েছে ২২ হাজার ৯৮০।

বিএসএফের অনুমোদিত পদ ২ লাখ ৬৩ হাজার, শূন্য রয়েছে২১ হাজার ৪৬৫। সিআইএসএফে ১ লাখ ৫৬ হাজারের জায়গায় খালি রয়েছে ১০ হাজার ৪১৫। সীমা সুরক্ষা বলে ৯৯ হাজার ২২১ জনের জায়গায় খালি ১৮ হাজার। ইন্দো টিবেটান বর্ডার ফোর্সে ৮৯ হাজার ৪৩৮ জনের জায়গায় খালি ৬৬৪৩। অসম রাইফেলসে খালি রয়েছে ৪৪৩২টি পদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + six =