এবার পুলিশের নিয়োগ দুর্নীতি! মামলা গড়াল আদালতে

কলকাতা: স্কুল সার্ভিস কমিশনে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠেছিল৷ এবার ফের দুর্নীতির অভিযোগে চূড়ান্ত বিড়ম্বনায় দেখা গেল রাজ্য পুলিশ নিয়োগেও৷ দুর্নীতির অভিযোগ তুলে মামলা গড়াল আদালতে৷ জাহাঙ্গির আলম-সহ ১৪ জন মামলাকারীর আইনজীবী জানিয়েছেন, পয়লা জানুয়ারি ২০১৭ সালে ৫৭০২ শূন্যপদের জন্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড একটি বিজ্ঞপ্তি জারি করে৷ সেই বিজ্ঞপ্তি অনুযায়ী হোম গার্ডদের জন্য

এবার পুলিশের নিয়োগ দুর্নীতি! মামলা গড়াল আদালতে

কলকাতা: স্কুল সার্ভিস কমিশনে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠেছিল৷ এবার ফের দুর্নীতির অভিযোগে চূড়ান্ত বিড়ম্বনায় দেখা গেল রাজ্য পুলিশ নিয়োগেও৷ দুর্নীতির অভিযোগ তুলে মামলা গড়াল আদালতে৷

জাহাঙ্গির আলম-সহ ১৪ জন মামলাকারীর আইনজীবী জানিয়েছেন, পয়লা জানুয়ারি ২০১৭ সালে ৫৭০২ শূন্যপদের জন্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড একটি বিজ্ঞপ্তি জারি করে৷ সেই বিজ্ঞপ্তি অনুযায়ী হোম গার্ডদের জন্য ১৫ শতাংশ ও সিভিক ভলেন্টিয়ারদের জন্য ১০ শতাংশ সংরক্ষণ এর কথা বলা হয়৷ ওই বিজ্ঞপ্তি অনুযায়ী ২০১৮ সালের ২৩ নভেম্বর রাজ্যজুড়ে চার লক্ষ হোমগার্ড ও সিভিক ভলেন্টিয়ার রাজ্য পুলিশের চাকরির জন্য পরীক্ষা দেন৷

মামলাকারীদের দাবি, বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, যারা এই পরীক্ষায় অংশগ্রহণ করবেন, তাঁদের কমপক্ষে তিন বছর ও সিভিক ভলেন্টিয়ার পদে ৫ বছর কর্মরত থাকার অভিজ্ঞতা থাকতে হবে৷ তারপরেই মিলবে সুবিধা৷

কিন্তু মামলাকারীদের অভিযোগ, তাঁরা ৮ বছরের বেশি সময় ধরে পুলিশের কাজে যুক্ত থাকলেও গত ২৭ সেপ্টেম্বর পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড চূড়ান্ত তালিকায় তাঁদের নাম ছিল না সংরক্ষণ তালিকায়৷ সংরক্ষণ আসন থাকলে তারা মেধাতালিকায় অবতীর্ণ হতে পারতেন বলেও দাবি মামলাকারীদের৷ এই অভিযোগ তুলে এবার রাজ্য ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছেন চাকরিপ্রার্থীরা৷ আগামী সপ্তাহে মামলার শুনানির সম্ভবনা রয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × five =