রাজ্যের বিদ্যুৎ বণ্টন সংস্থায় কর্মী নিয়োগ, সুযোগ মিস করবেন না

কলকাতা: রাজ্যের সকল সরকারি অবসরপ্রাপ্ত ও স্নাতক উত্তীর্ণ কর্মপ্রার্থীদের জন্য সুখবর৷ চুক্তির ভিত্তিতে পশ্চিমবঙ্গের বিদ্যুৎ বণ্টন সংস্থায় কর্মী নিয়োগ করা হবে৷ নিরাপত্তা কর্মকর্তা, বিশেষ কর্মকর্তা…

WBSEDCL Recruitment 2024 recruitment

কলকাতা: রাজ্যের সকল সরকারি অবসরপ্রাপ্ত ও স্নাতক উত্তীর্ণ কর্মপ্রার্থীদের জন্য সুখবর৷ চুক্তির ভিত্তিতে পশ্চিমবঙ্গের বিদ্যুৎ বণ্টন সংস্থায় কর্মী নিয়োগ করা হবে৷ নিরাপত্তা কর্মকর্তা, বিশেষ কর্মকর্তা সহ আরও অন্যান্য পদে একাধিক কর্মী নিয়োগ চলছে। মিলবে মোটা বেতন। (WBSEDCL Recruitment 2024)

পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, সিনিয়র একান্ত সচিব, উপ-প্রধান নিরাপত্তা কর্মকর্তা, বিশেষ কর্মকর্তা পদে কর্মী নিয়োগ করা হবে। মোট শূন্যপদ ৯৷

শিক্ষাগত যোগ্যতা-

এই পদগুলিতে আবেদনের জন্য প্রার্থীদের সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক পাশ করতে হবে।

বয়সসীমা-

০২ জানুয়ারি ২০২৪ তারিখ অনুসারে যোগ্য প্রার্থীর বয়স সর্বোচ্চ ৬২ বছর বা তার কম হতে হবে৷

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীরা ইমেইল মারফত আবেদন করতে পারবেন৷

নিয়োগ প্রক্রিয়া

আগ্রহীদের এখানে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নির্বাচন করা হবে৷

আরও পড়ুন-

১১,৫৫৮ শূন্যপদে কর্মী নিয়োগ করবে ভারতীয় রেল

Jobs: Exciting job opportunities for retired and graduate candidates in West Bengal State Electricity Distribution Company Limited. Apply for various positions including Security Officer and Special Officer. Attractive salary packages. Apply via email. Direct interview selection. WBSEDCL Recruitment 2024. wbsedcl recruitment contract basis