কেন মিলছে না বেতন সুরক্ষা? ফের জারি শিক্ষক বিদ্রোহ

কলকাতা: অনার্স গ্রাজুয়েট শিক্ষকদের বেতন সুরক্ষা দেওয়ার দাবিতে এবার শিক্ষা দপ্তরের ডেপুটি ডাইরেক্টরকে স্মারকলিপি মাধ্যমিক শিক্ষক ও শিক্ষা কর্মী সমিতির৷ আজ শিক্ষক সংগঠনের তরফে শিক্ষা দপ্তরের আধিকারিকের কাছে দাবিপত্র পেশ করা হয়েছে৷ শিক্ষকদের অরাজনৈতিক সংগঠন মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি তরফে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গে সাম্মানিক স্নাতক শিক্ষকরা এসএলএসটি পরীক্ষার মাধ্যমে নিয়োগ ও বদলি উভয় ক্ষেত্রে

3 stocks recomended

কলকাতা: অনার্স গ্রাজুয়েট শিক্ষকদের বেতন সুরক্ষা দেওয়ার দাবিতে এবার শিক্ষা দপ্তরের ডেপুটি ডাইরেক্টরকে স্মারকলিপি মাধ্যমিক শিক্ষক ও শিক্ষা কর্মী সমিতির৷ আজ শিক্ষক সংগঠনের তরফে শিক্ষা দপ্তরের আধিকারিকের কাছে দাবিপত্র পেশ করা হয়েছে৷

শিক্ষকদের অরাজনৈতিক সংগঠন মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি তরফে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গে সাম্মানিক স্নাতক শিক্ষকরা এসএলএসটি পরীক্ষার মাধ্যমে নিয়োগ ও বদলি উভয় ক্ষেত্রে নানা সমস্যায় জর্জরিত৷ বর্তমানে এনসিটিই নিয়ম অনুযায়ী স্নাতকোত্তর ও স্নাতক স্তরের শিক্ষকরা আগের পদে আবেদন করতে পারছেন না৷ ফলে তাঁরা বাধ্য হচ্ছেন স্নাতক পোস্টে আবেদন করতে৷ বেতন সুরক্ষার ১-০৮-২০১৯ নির্দেশ অনুযায়ী স্নাতকোত্তর শিক্ষকরা সার্ভিস কন্টিনুয়েশন এবং প্রটেকশন পাচ্ছেন৷ কিন্তু কেবলমাত্র সান্মানিক স্নাতক শিক্ষকরা এই সুবিধা পাচ্ছেন না৷ ফলে অবিলম্বে বিষয়টি গুরুত্ব দিয়ে স্নাতক শিক্ষকদের বেতন সুরক্ষা দেওয়ার দাবি তুলেছেন তারা৷ বেতন সুরক্ষা-সহ বদলির ক্ষেত্রে যা তাদের সুযোগ-সুবিধা করে দেওয়ার বিষয়েও সমিতির তরফে জানানো হয়েছে দাবি৷

অন্যদিকে, গত পয়লা অক্টোবর শিক্ষকদের দীর্ঘ লড়াই আন্দোলন চালিয়ে যাওয়ার পর শিক্ষকদের জন্য পে প্রোটেকশন বিজ্ঞপ্তি জারি করেছে বিকাশ ভবন৷ পয়লা অক্টোবর শিক্ষা দপ্তরের তরফে পে প্রোটেকশনের বিজ্ঞপ্তির জেরে জানানো হয়, এখন থেকে একটি প্রতিষ্ঠান থেকে আরেকটি প্রতিষ্ঠান যোগ দেওয়ার জন্য শিক্ষকদের বেতনে কোনও প্রভাব পড়বে না৷ প্রতিষ্ঠান পরিবর্তন করলেও শেষ মাসের বেতনই পাবেন শিক্ষক৷ ফলে, আর্থিক লোকসান হওয়ার কোনও আশঙ্কা আর থাকছে না৷ শিক্ষকের জন্য পে প্রোটেকশনের সরকারি বিজ্ঞপ্তি জারি হওয়ায় বেশ খানিকটা সন্তুষ্ট শিক্ষকদের একাংশ৷ জানানো হয়েছে, ২০০৮ সালের ১ এপ্রিল থেকে এই পে প্রোটেকশন কার্যকর হবে৷ বিশেষ বিশেষ ক্ষেত্রে ২০০৬ সালের পয়লা জানুয়ারি থেকে নোশনাল এফেক্ট হিসেবেও তা কার্যকর করার কথা বলা হয়েছে৷

এর আগে স্কুল শিক্ষা দপ্তরের তরফে ৬ আগস্ট বিজ্ঞপ্তি প্রকাশ করে পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষকদের পে প্রোটেকশনের আওতায় আনা হয়৷ এর আগে গত পয়লা আগস্ট পে প্রোটেকশনের বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, ১ আগস্ট যাঁদের বয়স ৪০ বছর বা তার কম সেই সমস্ত গ্র্যাজুয়েট শিক্ষক পে প্রোটেকশনের সুবিধা পাবেন৷ সংরক্ষিত শ্রেণিভুক্ত শিক্ষকরাও বয়সের ছাড় পাবেন৷ ফলে বাড়ির কাছাকাছি স্কুল পাওয়ার জন্য শিক্ষকরা আরএলএসটিতে বসে সফল হয়ে নতুন জায়গায় যোগ দিলে পে প্রোটেকশন পাবেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + 15 =