কলকাতা: মহাকাশে মহারহস্য৷ এবার একটি নয়, রাতের আকাশে দেখা মিলবে দু-দুটি চাঁদের৷ আগামী ২৯ সেপ্টেম্বরের পর বদলে যাবে রাতের দৃশ্যপট৷ এমনটাই জানাচ্ছে, আমেরিকান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি৷ (Mini Moon Discover)
বিজ্ঞানীরা বলছেন, মহাকাশে চোখ রেখে তারা খুঁজে পেয়েছেন ‘মিনি মুন’। চলতি মাসের শেষ দিক থেকেই রাঁতের আকাশে দেখতে মিলবে এই খুদে চাঁদের। পৃথিবীতে এর প্রভাব কতখানি? তা নিয়ে অবশ্য গবেষণা চালিয়ে যাচ্ছেন তাঁরা। তবে কি চাঁদের ঠিক পাশেই দেখতে পাওয়া যাবে মিনু মুনকে? এই মিন মুন আসলে কী?
২০২৪ পিটি৫ গ্রহাণু mini moon
দূরবিনে চোখ রেখে বিজ্ঞানীরা ২০২৪ পিটি৫ নামে একটি গ্রহাণুর হদিশ পান৷ ২৯ সেপ্টেম্বর এই গ্রহাণুটি পৃথিবীর এত কাছাকাছি চলে আসবে, তা প্রথমে ভাবতেই পারেননি বিজ্ঞানীরা। তাঁরা জানাচ্ছেন, আগামী কয়েক মাস চাঁদের মতোই পৃথিবীর চারপাশে ঘুরবে এই ছোট্ট গ্রহাণুটি, যা দেখতে অনেকটা চাঁদেরই মতন৷
Science- Discover the astonishing news of a “mini moon” set to appear in our night sky! Learn about the 2024 PTS asteroid and its potential impact on Earth. A rare celestial event you won’t want to miss.