কলকাতা: PPF-এ প্রতি মাসে ১১,১১১ টাকা জমা করলে ম্যাচিউরিটির সময়ে কত রিটার্ন আসতে পারে পাবলিক প্রভিডেন্ট ফান্ডে প্রতি বছর ১.৫০ লক্ষ টাকা জমা করা যেতে পারে৷ এখন পাবলিক প্রভিডেন্ট ফান্ডে ৭.১% হারে সুদ পাওয়া যাচ্ছে
কেউ যদি প্রভিডেন্ট ফান্ডে প্রতি মাসে ১১,১১১ টাকা জমা করে তাহলে পিপিএফ ক্যালকুলেটরের হিসেব অনুযায়ী ম্যাচিউরিটির সময়ে সেই টাকার পরিমাণ হতে পারে ৩৫,০৬,২৭৬ টাকা৷ ম্যাচিউরিটির সময়ে পাওয়া ৩৫,০৬,২৭৬ টাকার মধ্যে বিনিয়োগ করা টাকার পরিমাণ ১৯,৯৯,৯৮০ টাকা এবং বাকি টাকা অর্থাৎ ১৫,০৬,২৯৬ টাকা সুদ হিসাবে পাওয়া যাবে৷ এর মানে প্রভিডেন্ট ফান্ডে প্রতি মাসে ১১,১১১ টাকা জমা করলে
ম্যাচিউরিটির সময়ে হতে পারে ৩৫,০৬,২৭৬ টাকা৷ বাংলায় এই প্রথম শেয়ার মার্কেটে রিস্ক ম্যানজমেন্ট
এবং শেয়ার মার্কেট সাইকোলজি শিখতে হলে ফোন করুন ৯০৯৩২১১২১১ এই নম্বরে