কলকাতা: নিম্নচাপের জেরে গত শনিবার থেকে মুশলধারে বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়৷ তবে পশ্চিমবঙ্গের উপর অবস্থানরত অতিগভীর নিম্নচাপটি সোমবার সন্ধ্যার পরই ঝাড়খণ্ডের দিকে সরে গিয়েছে। ফলে, মঙ্গলবার সকাল থেকেই শহরের আকাশ ঝকঝকে৷ আজ থেকেই বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে৷ আবহাওয়ার উন্নতি হবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস৷ বিশ্বকর্মা পুজোয় বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে৷
আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বিক্ষিপ্তভাবে বর্ষার বৃষ্টি চলবে৷ মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপরেও আর কোনও নিষেধাজ্ঞা থাকছে না।
বাংলাদেশের সীমা পরেয়েই গত শনিবার শক্তিশালী নিম্নচাপটি ঢুকে পড়েছিল দক্ষিণবঙ্গে৷ যার জেরে জেলায় জেলায় প্রবল বৃষ্টি হয়৷ সবথেকে বেশি বৃষ্টি হয়েছে পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পুরুলিয়ায়৷ রবিবার বিকেলের পর থেকেই নিম্নচাপের মূল কেন্দ্র কলকাতা থেকে অনেকটা দূরে সরে গিয়েছিল। যদিও এর প্রভাবে রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত কলকাতা ও সংলগ্ন এলাকায় বেশ ভালোই বৃষ্টি হয়েছে৷ তবে দুপুরের পর থেকেই বৃষ্টির পরিমাণ কমতে শুরু করে৷ মঙ্গলবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ৷