এক্সিট পোলে ‘পরাজিত’ সুনক! ৪০০ পার করে প্রধানমন্ত্রী পদে স্টার্মার? ব্রিটেনে হাড্ডাহাড্ডি লড়াই

লন্ডন: ভারতে লোকসভা ভোট মিটেছে৷  এবার ভোট যুদ্ধ ব্রিটেনে৷ আজই ভাগ্য পরীক্ষা হবে ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনকের। তিনি কি প্রধানমন্ত্রীর গদি ধরে রাখতে…

rishi sunak

লন্ডন: ভারতে লোকসভা ভোট মিটেছে৷  এবার ভোট যুদ্ধ ব্রিটেনে৷ আজই ভাগ্য পরীক্ষা হবে ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনকের। তিনি কি প্রধানমন্ত্রীর গদি ধরে রাখতে পারবেন? নাকি কনজারভেটিভ পার্টিকে হারিয়ে ক্ষমতা দখল করবে লেবার পার্টির নেতা কেয়ার স্টার্মার? চূড়ান্ত ভোটাভুটির পর সেই সিদ্ধান্ত নেওয়া হবে। যদিও এক্সিট পোলের পূর্বাভাস বলছে, ব্রিটেনের গদি হারাতে চলেছেন ঋষি সুনক। কনজারভেটিভ পার্টির ১৪ বছরের রাজত্বে ইতি পড়তে চলেছে। তবে সুনকও দৃঢ় প্রতিজ্ঞ, ‘বিনা যুদ্ধে নাহি দিব সূচ্যগ্র মেদিনী’৷ শেষ মুহূর্তেও ব্রিটিশ জনগণের মন জিততে মরিয়া চেষ্টা চালাচ্ছেন। তবে ফলের জন্য কিছুটা সময় অপেক্ষা করতেই হবে৷ আজ মধ্য রাত অথবা আগামিকাল ভোরে নির্বাচনের ফল প্রকাশিত হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *