২টি এফআইআর, ১০টি নিগ্রহের ঘটনা! ব্রিজভূষণকে চাপে ফেললেন কুস্তিগিরা

২টি এফআইআর, ১০টি নিগ্রহের ঘটনা! ব্রিজভূষণকে চাপে ফেললেন কুস্তিগিরা

নয়াদিল্লি: বিগত কয়েক সপ্তাহ ধরেই চলছে দেশের হয়ে পদক জেতা কুস্তিগিরদের আন্দোলন। কুস্তি ফেডারেশনের কর্তা ব্রিজভূষণ শরণ সিংহের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন তারা। কিন্তু সরকারের তরফে কোনও পদক্ষেপ না নেওয়ার দাবি উঠেছে। অন্যদিকে, গতকাল দিল্লি পুলিশও জানিয়েছিল যে, ব্রিজভূষণের বিরুদ্ধে কোনও প্রমাণ পাওয়া যায়নি, তাই তাঁকে গ্রেফতার করা যাবে না। তবে সাক্ষী মালিক, ভিনেশ ফোগাটরা এবার ‘প্রমাণ’ দিলেন। দু’টি এফআইআর করে তাতে মোট ১০টি নিগ্রহের ঘটনার উল্লেখ করেছেন তারা। 

জানা গিয়েছে, এই এফআইআর অনেক আগেই করেছেন কুস্তিগিররা। দাবি করা হয়েছে, বাড়তি সুবিধা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মেয়েদের নিগ্রহ করেছেন ব্রিজভূষণ। মেয়েদের শরীর অস্বস্তিকর ভাবে ছুঁয়েছেন। স্তন থেকে শুরু করে মহিলা কুস্তিগিরদের পেটে যৌন হেনস্থার উদ্দেশে ছুঁয়েছেন বলেও উল্লেখ করা রয়েছে এফআইআরে। ছ’জন প্রাপ্তবয়স্ক কুস্তিগিরের কথা বলা আছে সেখানে এবং একজন অপ্রাপ্তবয়স্ক কুস্তিগিরের বাবা অভিযোগ করেছেন ব্রিজভূষণের বিরুদ্ধে। তাদের মধ্যে কেউ বলেছেন, ছবি তোলার নাম করে তাঁকে কাছে টেনে শরীরে অনৈতিকভাবে হাত দিয়েছেন তিনি, আবার কারোর বক্তব্য, নিশ্বাস-প্রশ্বাস দেখার নাম করে তাঁর শরীরে হাত দেন।