সংক্রমণের হার ১৩ শতাংশ পার, দৈনিক আক্রান্তের সংখ্যা আড়াই লক্ষ ছুঁই ছুঁই

সংক্রমণের হার ১৩ শতাংশ পার, দৈনিক আক্রান্তের সংখ্যা আড়াই লক্ষ ছুঁই ছুঁই

 

নয়াদিল্লি: রেকর্ড গতিতে বাড়ছে সংক্রমণ৷ এক লাফে দু’লক্ষ পেরিয়ে আড়াই লক্ষের কাছে পৌঁছে গেল দেশের দৈনিক কোভিড সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা  আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৪৭ হাজার ৪১৭ জন। বুধবার দেশে  আক্রান্তের সংখ্যা ছিল ১ লক্ষ ৯৪ হাজার ৭২০। ২৪ ঘণ্টার মধ্যে সংক্রমণের হার ১১ থেকে বেড়ে হয়েছে ১৩ শতাংশ।

আরও পড়ুন- কবে শেষ হতে পারে ওমিক্রনের বাড়বাড়ন্ত? মিলল ইঙ্গিত

দেশে ক্রমেই বাড়ছে ওমিক্রনের হানা৷ তবে আশার কথা হল, আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়লেও মৃত্যুর হার বাড়েনি। উল্টে দেখা যাচ্ছে গত দু’বারের তুলনায় এবার হাসপাতালে ভর্তির হারও তুলনামূলক ভাবে কম। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার মৃত্যু হয়েছে ৩৮০ জনের। সব মিলিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা ৪ লক্ষ ৮৫ হাজারেরও বেশি।

গত কয়েক দিন ধরে দেশে লাগাতার দৈনিক আক্রান্তের হার ১০ শতাংশের বেশি থাকছে। গত ২৪ ঘণ্টায় সেই সংখ্যা পৌঁছেছে ১৩.১১ শতাংশে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে দেশের ২৯টি রাজ্যের অন্তত ১২০টি জেলায় সংক্রমণের হার ১০ শতাংশের বেশি রয়েছে। পাল্লা দিয়ে বেড়েছে ওমিক্রন আক্রান্তের সংখ্যাও। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান বলছে,  দেশে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৪৮৮ জন।


 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 − 3 =