২ কোটির জমি কেনা হল ১৮.৫ কোটিতে! দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় রাম মন্দির ট্রাস্ট

২ কোটির জমি কেনা হল ১৮.৫ কোটিতে! দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় রাম মন্দির ট্রাস্ট

অযোধ্যা: ফের বিতর্কে অযোধ্যায় রাম জন্মভূমি৷ রাম মন্দিরের নামে অনুদানের টাকা নয়ছয় করা হচ্ছে বলে উঠল অভিযোগ৷ রাম মন্দির তীর্থক্ষেত্র ট্রাস্টের বিরুদ্ধে জমি বিষয়ক অবৈধ চুক্তি করার বিস্ফোরক অভিযোগ তুলল রাজ্যের দুই বিরোধী দল সমাজবাদী পার্টি ও আম আদমি পার্টি৷ কয়েক   মিনিটের ব্যবধানে জমির একটি অংশের দাম ২ কোটি থেকে বেড়ে হল ১৮.৫ কোটি৷

আরও পড়ুন- জঙ্গল থেকে বেরিয়ে বাইকে রাখা হেলমেট খেল হাতি

এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি তুলেছে রাজ্যের বিরোধী শিবির৷ শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র হ’ল একটি ট্রাস্ট যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী  ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে মন্দির নির্মাণের তদারকি ও পরিচালনা করার জন্য প্রতিষ্ঠা করেছিলেন। রবিবার সাংবাদিক বৈঠক করে প্রাক্তন সমাজবাদী পার্টি নেতা তথা উত্তরপ্রদেশের মন্ত্রী পবন পাণ্ডে বলেন, স্থানীয় বিজেপি নেতা ও ট্রাস্টের কিছু সদস্য মিলে এই জমি কিনেছিলেন৷ দু’জন রিয়েল এস্টেট ডিলার এই জমিটি এক ব্যক্তির কাছ থেকে ২ কোটি টাকায় কিনেছিলেন৷ কিন্তু এর ১০ মিনিটের মধ্যে ওই দুই ডিলার রবিমোহন তিওয়ারি এবং সুলতান আনসারির কাছ থেকে ১৮.৫ কোটি টাকায় একই জমি কেনে ট্রাস্ট৷ সর্বোপরী উভয় লেনদেনের ক্ষেত্রেই সাক্ষী ছিলেন মেয়র তথা বিজেপি নেতা ঋষিকেষ উপাধ্যায়৷ তিনি নিজেও ট্রাস্টের এক সদস্য৷ 

স্বাভাবিক ভাবেই এই অভিযোগ অস্বীকার করেছে রামমন্দির ট্রাস্ট৷ এই অভিযোগ রাজনৈতিক ভাবে উদ্দেশ্য প্রণোদিত ও বিভ্রান্তিকর বলে দাবি করেছেন বিশ্ব হিন্দু পরিষদ নেতা তথা ট্রাস্টের সদস্য চম্পত রাই৷ তাঁর দাবি, এই জমি অনেক দিন আগেই কেনা হয়েছিল৷ সেই সময় তার দাম ছিল ২ কোটি৷  মার্চ মাসে সেই চুক্তি আনুষ্ঠানিক ভাবে সম্পন্ন হয়৷ এই জমিটির বর্তমান বাজার মূল্যে ওই জমিটি ট্রাস্টের কাছে বিক্রি করা হয়েছে৷ প্রসঙ্গত, ২০১৯ সালের ৯ নভেম্বর সুপ্রিম কোর্টের রায়ের পর ‘অযোধ্যার সার্বিক বিকাশের জন্য’ জমি কিনতে শুরু করেছে উত্তরপ্রদেশ সরকার। খুব স্বাভাবিক ভাবেই এই এলাকার জমির দামও একলাফে বহুগুণ বেড়ে যায়৷ 

 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × one =