মাথায় দু’দুটি সিলিন্ডার, হাতে তেরঙ্গা! স্বাধীনতা দিবসে ভাইরাল যুবকের কীর্তি

মাথায় দু’দুটি সিলিন্ডার, হাতে তেরঙ্গা! স্বাধীনতা দিবসে ভাইরাল যুবকের কীর্তি

নয়াদিল্লি:  স্বাধীনতা দিবসের আমেজে মাতোয়ারা গোটা দেশ৷ স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে ঘরে ঘরে উড়ছে তেরঙ্গা৷ পতাকা উত্তোলিত হয়েছে অফিসে, দোকানে, বাজারে৷ শুধু তাই নয়, আজাদি কা অমৃত মহোৎসব-এর অঙ্গ হিসাবে তেরঙ্গা মেলে ধরা হয়েছে মাটি থেকে ৩০ কিলোমিটার উপরে৷ সাধারণ মানুষের মধ্যেও স্বাধীনতা দিবসের উন্মাদনা প্রবল৷ অনেকেই আবার এই দিনটিকে স্মরণীয় করে রাখতে পাহাড় কিংবা জলের তলায় জাতীয় পতাকা ওড়াচ্ছেন। সেই সকল ভিডিয়ো রীতিমতো সাড়া ফেলেছে নেটমাধ্যমে৷ এরই মধ্যে ভাইরাল এক যুবকের কীর্তি৷ 

আরও পড়ুন- স্বাধীনতা দিবসে প্যাংগং লেকে উড়ল তেরঙ্গা, ভাইরাল ভিডিও

ভাইরাল হওয়া ওই ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, এক তরুণ নিজের মাথায় দুটি কাচের গ্লাসের উপর দু’দুটি গ্যাস সিলিন্ডার চাপিয়ে দাঁড়িয়ে রয়েছেন। হাতে ধরা ভারতের জাতীয় পতাকা৷ তরুণের অবিশ্বাল্য ব্যালান্স দেখে হতবাক নেটপাড়া। কী ভাবে গ্লাসের উপর দু’টি গ্যাস সিলিন্ডার রেখে সোজা হয়ে দাঁড়িয়ে রইল ওই যুবক! বিস্ময় জেগেছে অনেকের মনেই৷ মাথায় অত ভারী সিলিন্ডার, আর হাতে অবলীলায় ধরে রেখেছে তেরঙ্গা৷