করমণ্ডল দুর্ঘটনায় মৃত ৪০ জনের দেহে আঘাতের চিহ্ন নেই! তাহলে মৃত্যু কীভাবে

করমণ্ডল দুর্ঘটনায় মৃত ৪০ জনের দেহে আঘাতের চিহ্ন নেই! তাহলে মৃত্যু কীভাবে

বালেশ্বর: মৃতের সংখ্যা যে বাড়বে তার আন্দাজ প্রথম থেকেই পাওয়া গিয়েছিল। এখন যত সময় এগোচ্ছে ততই সেই সংখ্যা বাড়ছে। দুপুরের দিকেই জানা গিয়েছিল যে, ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ২৭৮ হয়েছে। এখন জানা গেল, মৃতের সংখ্যা বেড়ে ২৮৮ পৌঁছে গিয়েছে। এরই মধ্যে এমন এক চাঞ্চল্যকর তথ্য সামনে উঠে এসেছে যা চমকে দেবে সকলকে। দুর্ঘটনায় মৃত এমন অন্তত ৪০ জন আছেন যাদের শরীরে কোনও আঘাত নেই! তাহলে কী ভাবে হল তাদের মৃত্যু? 

বালেশ্বরের ট্রেন দুর্ঘটনা নিয়ে তদন্ত ইতিমধ্যে শুরু হয়েছে। বিভিন্ন কারণ উঠে আসছে ট্রেন দুর্ঘটনার। যাত্রীদের মৃত্যু কী ভাবে হয়েছে সেটা তো অধিকাংশ ক্ষেত্রে বোঝা যাচ্ছে। কিন্তু এই ৪০ জনের মৃত্যু সম্পূর্ণ অন্য কারণে হয়েছে বলেই ইঙ্গিত মিলেছে। জানা গিয়েছে, ওই ৪০ জনের মৃত্যু সম্ভবত বিদ্যুৎস্পৃষ্ঠ হওয়ার জেরে হয়েছিল। সেই কারণে তাদের দেহে আঘাতের কোনও চিহ্ন মেলেনি বলেই খবর। জিআরপি যে এফআইআর করেছে তার মারফত জানা গিয়েছে, ট্রেনের ধাক্কার কারণে ওভারহেড তার ছিঁড়ে গিয়েছিল। তা থেকেই বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে মৃত্যু হয়েছিল বহুজনের।