চার স্ত্রী, ৭ সন্তান রেখে পঞ্চমবার ছাদনাতলায় বর! কেচ্ছা ফাঁস হতেই গ্রেফতার ৫৫-র প্রৌঢ়

চার স্ত্রী, ৭ সন্তান রেখে পঞ্চমবার ছাদনাতলায় বর! কেচ্ছা ফাঁস হতেই গ্রেফতার ৫৫-র প্রৌঢ়

নয়াদিল্লি:  এক বিয়েতে অস্থির। বউ সামলাতে একেবারে হিমশিম খেতে হচ্ছে অনেককে৷ সেখানে কিনা পাঁচ-পাঁচবার বিয়ে! অনেকেই ব্যঙ্গ করে বলছেন সাধ মন্দ নয়! তবে পঞ্চমবার বিয়ের পিড়িতে বসতে গিয়েই ফাঁসলেন এক প্রৌঢ়৷ শুনে গল্প মনে হলেও, এটাই সত্যি৷ 

আরও  পড়ুন- আবার কিছুটা বাড়ল দেশের কোভিড গ্রাফ, সক্রিয় রোগী প্রায় ৫৭ হাজার

প্রৌঢ়ের বিয়ের কীর্তি শুনে চোখ কপালে ওঠেছে নেটিজেনদের৷ ঘটনাটি উত্তরপ্রদেশের।  ৫৫ বছরের শফি আহমেদের চার স্ত্রী রয়েছে৷ তাঁদের মোট সাত সন্তান৷ কিন্তু চার স্ত্রীতেও মন ভরেনি তাঁর৷ তাই চলেছিলেন পঞ্চম বার নিকাহ করতে। আর তাতেই যত বিপত্তি। বাবার বিয়ে আটকাতে একেবারে জোট বেঁধে বিয়ের মণ্ডপে হাজির ৭ সন্তান।  

গত বুধবারই ছিল শফি আহমেদের পঞ্চম বিয়ের দিন৷ বর সেজে একেবারে সোজা ছাদনাতলায় উপস্থিত হয়েছিলেন তিনি। কিন্তু বিয়ের আসরে পৌঁছে গোল বাধায় তাঁর ৭ সন্তান৷ বাবাকে বিয়ে করতে বাধা দেয় তাঁরা। পাত্রীপক্ষের সামনে প্রৌঢ়ের কীর্তি ফাঁস করে দেয় সন্তানরা। শুরু হয়ে যায় তুমুল বাকবিতণ্ডা। বাবার নামে পুলিশের কাছে অভিযোগও জানায় সন্তানেরা৷ তাঁদের অভিযোগের ভিত্তিতেই বিয়ের মণ্ডপে পৌঁছে শফিকে গ্রেফতার করে পুলিশ। 

শফির সাত সন্তান সংবাদমাধ্যমকে জানায়, বাবার পঞ্চম বিয়ের কথা জানতে পেরেই তাঁরা পুলিশের দ্বারস্থ হন। সেই সঙ্গে এও জানান, সম্প্রতি তাদের হাত খরচ বন্ধ করে দিয়েছে তাদের বাবা৷ সেই রাগ থেকেই তারা এমন কাজ করেছে৷