দিল্লিতে গণধর্ষিতার সঙ্গে নির্মম ব্যবহারের ঘটনায় গ্রেফতার ৭

দিল্লিতে গণধর্ষিতার সঙ্গে নির্মম ব্যবহারের ঘটনায় গ্রেফতার ৭

নয়াদিল্লি: এক গণধর্ষিতার মুখে মাখানো হচ্ছে কালি, কাটা হচ্ছে তার চুল, আর এই সবকিছু করছে একদল মহিলা। এই ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। রাজধানী দিল্লির এই ঘটনা দেশের লজ্জা বাড়িয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, মহিলা কমিশন সকলেই এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে দ্রুত গ্রেফতারি দাবি করে। অবশেষে সেই গ্রেফতারি হল। ইতিমধ্যে ৯ জনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। ধৃতদের মধ্যে আবার ৭ জন মহিলা। এর পাশাপাশি দু’জন নাবালককে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

আরও পড়ুন- Budget 2022: মিলবে ‘ওয়ার্ক ফ্রম হোমে’র ভাতা, কর ছাড়? আশায় চাকরিজীবীরা

সর্বত্র যে ভিডিও ভাইরাল হয়েছিল তা করেছিলেন দিল্লি মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল। তিনিই দিল্লি পুলিশকে ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত করে রিপোর্ট দিতে বলেছিলেন। সেই অনুযায়ী কার্যত ৪৮ ঘণ্টার মধ্যে এই গ্রেফতারি হল। তবে এই ঘটনায় গ্রেফতারি আরও বাড়বে বলেই ধারণা কারণ ভিডিওতে আরও অনেককেই দেখা গিয়েছিল। প্রত্যক্ষভাবে এই ঘটনায় ১৫ থেকে ১৮ জন জড়িত বলেই সন্দেহ করা হচ্ছে। যাদের গ্রেফতার করা হয়েছে তাদের থেকে বাকিদের ব্যাপারে জানতে জেরা শুরু করেছে দিল্লি পুলিশ। প্রসঙ্গত, ওই তরুণীর বিরুদ্ধেই অভিযোগ তোলা হয়েছে যে তার জন্য এক তরুণের মৃত্যু হয়েছে। এই কারণেই গণধর্ষণের পর ওই তরুণীকে হেনস্থা করে কয়েক জন মহিলা। তরুণীকে ধর্ষণ করেছিল অবৈধ মদের কয়েক জন কারবারি।

নির্মমতার যে ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে তা দেখে হইচই শুরু হয়ে গিয়েছে সব জায়গায়। ভিডিওতে দেখা যাচ্ছে, ওই তরুণীর মাথা মুড়িয়ে, গলায় জুতোর পরিয়ে, মুখে কালি লেপে দিয়ে রাস্তায় ঘোরানো হচ্ছে। আসলে গত বছর নভেম্বর মাসে এক বছর ২০-র তরুণ আত্মহত্যা করে। তার মৃত্যুর জন্য এই তরুণীকে দায়ি করা হয়। এর পরই তরুণীকে বাড়ি থেকে তুলে নিয়ে যান মৃতের কাকা, তারপর তাকে কয়েক জন মিলে ধর্ষণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × three =