৭০ বছরে মা হলেন রাজস্থানের চন্দ্রাবতী! বিয়ের ৫৪ বছর পর এল প্রথম সন্তান

৭০ বছরে মা হলেন রাজস্থানের চন্দ্রাবতী! বিয়ের ৫৪ বছর পর এল প্রথম সন্তান

 আলওয়ার: মায়ের বয়স ৭০ বছর, বাবা পা দিয়েছেন ৭৫ এ। বিয়ে হয়েছে আজ থেকে প্রায় ৫৪ বছর আগে। কিন্তু বিয়ের পর এতগুলো বছর কেটে গেলেও কোনদিন মেলেনি সন্তান সুখ। হাজার চিকিৎসা করিয়েও হয়নি কোন লাভ। সন্তান লাভের আশায় ঘুরেছেন মন্দিরে মন্দিরে। কিন্তু তারপরেও হতাশা ছাড়া মেলেনি কিছুই। শেষে ৭০ বছর বয়সে এসে ভগবানের আশীর্বাদে খুলেছে চন্দ্রাবতীর ভাগ্যের তালা। রাজস্থানের আলওয়ারের বাসিন্দা ৭০ বছরের এই বৃদ্ধা চন্দ্রাবতীর কোল আলো করেই জন্ম নিয়েছে ফুটফুটে এক সন্তান। বিয়ের প্রায় ৫৪ বছরের মাথায় প্রথম সন্তানের বাবা মা হয়েছেন এই দম্পতি। সম্প্রতি এই ঘটনার কথা প্রকাশ্যে আসতেই ব্যাপক চঞ্চল্য রাজস্থান জুড়ে। কারণ এর আগে বিশ্বের বিভিন্ন প্রান্তে এই ধরনের ঘটনা ঘটলেও রাজস্থানে এমনটা প্রথমবার ঘটল। হাসপাতাল সূত্রে খবর, সন্তানধারণের জন্য আইভিএফ পদ্ধতির সাহায্য নিয়েছিলেন ওই দম্পতি। আর তাতেই এসেছে সাফল্য। আপাতত সন্তান এবং মা দুজনেই পুরোপুরি সুস্থ রয়েছে বলে হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে।

জানা যাচ্ছে, সম্প্রতি বাবা হওয়া ৭৫ বছর বয়সী ওই বৃদ্ধের নাম গোপীচাঁদ। তিনি রাজস্থানের ঝুনঝুনুর নুহারিয়া গ্রামের বাসিন্দা। ওই বৃদ্ধ প্রথম জীবনে পেশায় একজন সৈনিক ছিলেন। বর্তমানে তাঁর বয়স ৭৫ এবং স্ত্রীর বয়স ৭০। বিয়ের ৫৪ বছরের মাথায় এই প্রথমবার তাঁরা বাবা মা হলেন। হাসপাতালের স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক পঙ্কজ গুপ্তা জানিয়েছেন, গত সোমবার অর্থাৎ ৮ আগস্ট মা হয়েছেন ওই বৃদ্ধা। আপাতত তাঁরা দুজনেই ভালো আছেন। শিশুটির ওজন প্রায় ৩.৫ কিলোগ্রাম বলে জানিয়েছেন ওই চিকিৎসক। সূত্রের খবর, দীর্ঘ দিন কোনও সন্তান না হওয়ায় হতাশায় ভুগছিলেন ওই দম্পতি। গত দেড় বছর ধরে তাঁরা আইভিএফের মাধ্যমে সন্তান ধারণের চেষ্টা করছিলেন। শেষে গত নয় মাস আগে আইভিএফ (IVF)-এর মাধ্যমে তৃতীয় প্রচেষ্ঠায় গর্ভধারণে সক্ষম হন গোপীচাঁদের স্ত্রী চন্দ্রাবতী। 

 তবে এর সঙ্গেই চিকিৎসক পঙ্কজ গুপ্তা জানান যে সম্প্রতি IVF বন্ধ্যাত্ব সংক্রান্ত একটি আইন পাস হয়েছে সংসদে। নতুন এই আইন কার্যকর হয়েছে গত জুন মাস থেকে তাতে পরিষ্কারভাবে বলা হয়েছে, কোনও IVF বন্ধ্যাত্ব কেন্দ্র ৫০ বছরের বেশি বয়সী মহিলা এবং পুরুষদের চিকিৎসা দিতে সক্ষম হবে না। এই দম্পতি ভাগ্যবান যে আইনটি কার্যকর হওয়ার আগেই মহিলা গর্ভধারণ করেছিলেন। জানান ওই চিকিৎসক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − eight =