গ্রামে ঢুকে তাণ্ডব জঙ্গিদের, গুলিতে ৯ জনের মৃত্যু মণিপুরে

গ্রামে ঢুকে তাণ্ডব জঙ্গিদের, গুলিতে ৯ জনের মৃত্যু মণিপুরে

ইম্ফল: ৬টি এফআইআরের ভিত্তিতে মণিপুরে তদন্ত শুরু করেছিল সিবিআই। গঠন করা হয়েছিল সিট। কিন্তু তাতে কি আদৌ কোনও লাভ হচ্ছে? যে খবর সামনে আসছে তাতে উত্তর মিলছে, না! কারণ অশান্তি থামার কোনও লক্ষণ নেই উত্তর-পূর্বের এই রাজ্যে। মণিপুরের একাধিক জায়গায় জঙ্গিদের দল দাপিয়ে বেড়াচ্ছে বলে খবর। মঙ্গলবার রাতে অস্ত্রশস্ত্র নিয়ে গ্রামে ঢুকে রীতিমতো তাণ্ডব চালিয়েছে তারা। মহিলা-সহ ৯ জনকে গুলি করে খুন করা হয়েছে বলে জানা গিয়েছে। এছাড়া আহত বহু মানুষ। 

পূর্ব ইম্ফল এবং কাংপোকি জেলার সীমানায় অবস্থান করা খামেলোক এলাকায় এই জঙ্গি হামলার ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে খবর, অন্তত ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এই আবহে মঙ্গলবার নিরাপত্তাবাহিনীর সঙ্গে কুকি জঙ্গিদের গুলি বিনিময়ের ঘটনা ঘটে। তাতেও একাধিক মানুষ আহত হয়েছিল। কিন্তু সেই সময়ে কারোর মৃত্যু হয়নি। তবে মাঝরাতের ঘটনায় প্রাণ গিয়েছে ৯ জনের।