কেজিএফ সিনেমার রকি ভাইকে অনুকরণ, টানা ধুমপান করে হাসপাতালে কিশোর

কেজিএফ সিনেমার রকি ভাইকে অনুকরণ, টানা ধুমপান করে হাসপাতালে কিশোর

হাদরাবাদ:   বাজার কাঁপাচ্ছে দক্ষিনী সিনেমা কেজিএফ চ্যাপ্টার টু। সারা ভারতের প্রক্ষাগৃহগুলোতে রমরম করে চলছে এই সিনেমা। সিনেমার রকি ভাইকে পছন্দ করতে শুরু করেছেন অনেকে। কিশোর মন বাস্তব আর পর্দার পার্থক্য ভুলে গিয়ে রকি ভাইয়ের মতো একটানা ধুমপান করতে গিয়েই বিপদ ডেকে আনলেন। গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

হয়দরাদের হাসপাতালের তরফে জানানো হয়েছে, অসুস্থ কিশোরের বয়স। সে কেজিএফ চ্যাপ্টার টুয়ে রকি ভাইকে দেখে অনুপ্রাণিত হয়ে পড়ে। রিয়েল আর রিল জীবনের মধ্যে পার্থক্য বুঝতে পারেননিয রকি ভাইয়ের মতো একবারে এক প্যাকেট সিগারেট খাওয়ার চেষ্টা করে। এরপরেই ওই কিশোর গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। শারীরিক অবস্থায় অবনতি হলে ওই কিশোরকে হায়দরাবাদের সেঞ্চুরি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, ওই কিশোরের গলা ও শ্বাসনালী মারাত্মক জখম হয়েছে। 

কিশোরের বাবা-মা বলেন, তাঁদের ছেলে তিনবার সিনেমা দেখেন। তারপরেই সিনেমার মূল চরিত্র রকি ভাইকে নকল করতে শুরু করে। প্রথম প্রথম কথার স্টাইল বা হাঁটার ধরন নকল করত। এরপর ওই কিশোর বাবা-মাকে লুকিয়ে এক প্যাকেট সিগারেট কেনে। তারপর রকি ভাই চরিত্রের মতো একের পর এক সিগারেট খেতে থাকে। সে একবারে এক প্যাকেট সিগারেট খাওয়ার পরিকল্পনা নেয়।  কিশোরের বাবা-মা জানান, এর আগে তাঁর ছেলে ধুমপান করত না। 

অন্যদিকে, হায়দরাবাদের সেঞ্চুরি হাসপাতালের ফুসফুস বিশেষজ্ঞ ডা. রোহিত রেড্ডি পাথুরি জানান, ভারতীয় সমাজে সিনেমার প্রভাব মারাত্মক। বিশেষ করে এই রকি ভাইয়ের মতো চরিত্র কিশোর মনের ওপর ব্যাপক প্রভাব ফেলে। সেই কারণেই রকি ভাইয়ের মতো একের পর এক সিগারেট খেতে গিয়ে কিশোর অসুস্থ হয়ে পড়েছে। তিনি জানান, ভারতীয় সিনেমা নির্মাতাদের সব কিছু ভাবনা-চিন্তা করে সিনেমা দেখানো উচিত। তবে জানা গিয়েছে, চিকিৎসার পর কিশোর কিছুটা সুস্থ হয়ে উঠেছে। তাকে কাউন্সেলিং করা হবে বলেও জানানো হয়েছে।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − eight =