ঘূর্ণিঝড় দাপট না দেখালেও প্রবল বৃষ্টিতে ভাসতে চলেছে অন্ধ্রপ্রদেশ

ঘূর্ণিঝড় দাপট না দেখালেও প্রবল বৃষ্টিতে ভাসতে চলেছে অন্ধ্রপ্রদেশ

বিশাখাপত্তনম: ঘূর্ণিঝড়ের দাপট দেখায়নি আসানি। অন্ধ্র উপকূলে পৌঁছনোর আগেই আসানি শক্তিহারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়। তবে আসানি ঘূর্ণিঝড়ের দাপট দেখাতে না পারলেও জোর কদমে চলবে বৃষ্টি। মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, এখনই বৃষ্টি কমবে না। অতি গভীর নিম্নচাপের জেরে অন্ধ্র উপকূলে বৃষ্টিসম্ভাবনা রয়েছে। ওড়িশা ও পশ্চিমবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

মৌসম ভবনের খবর অনুযায়ী, বুধবার বিকেল ৫টা থেকে সন্ধে সাতটার মধ্যে অন্ধ্রপ্রদেশের মছলিপত্তনম ও নারসাপুরের মাঝের উপকূলে আসানি আছড়ে পড়ে।তবে আছড়ে পড়ার আগেই আসানি শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়। ৮৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়। বৃহস্পতিবার সকাল থেকে উপকূল থেকে স্থলভাগের দিকে ঢুকবে নিম্নচাপ। শুক্রবার সকালে সাধারণ নিম্নচাপে পরিণত হবে আসানি। 

মৌসমভবনের তরফে জানানো হয়েছে, অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা, পূর্ব গোদাবরী, বিশাখাপত্তনমে আগামী ২৪ ঘণ্টায় ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্ধ্রপ্রদেশের মু্খ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি ইতিমধ্যে জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন। উপকূলবর্তী এলাকাগুলোতে কড়া নজরদারির নির্দেশ দিয়েছেন। 

বুধবার সকাল থেকেই আসানির জেরে সকাল থেকেই অন্ধ্রপ্রদেশ, ওড়িশা ও পশ্চিমবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে। ওড়িশার পাঁচ জেলায় ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রথমে আসানির ওড়িশা উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা দেখা দিয়েছিল। যার জেরে ওড়িশা উপকূল থেকে স্থানীয় বাসিন্দাদের সরানোর কাজ শুরু হয়ে যায়। ওড়িশার পাঁচ জেলায় সতর্কতা জারি করা হয়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 5 =