সীমান্তে উদ্ধার গোপন গর্ত, সুড়ঙ্গ পথে পাকিস্তান থেকে ভারতে পাচার জঙ্গিরা!

সীমান্তে উদ্ধার গোপন গর্ত, সুড়ঙ্গ পথে পাকিস্তান থেকে ভারতে পাচার জঙ্গিরা!

শ্রীনগর: সীমান্তে গোপন সুড়ঙ্গ। সেখান দিয়েই পাকিস্তান থেকে ভারতে জঙ্গিরা যাতায়ত করত। জম্মু ও কাশ্মীরের সাম্বা সেক্টরে ভারত পাকিস্তান সীমান্তের একদম কাছেই সীমান্তরক্ষীরা একটি রহস্যময় গর্তের সন্ধান পেয়েছে। সেখান থেকেই একাধিক প্রশ্ন উঠে আসতে শুরু করেছে। জানা গিয়েছে, রুটিন টহলের সময় বিএসএফের জওয়ানদের গর্তের খোলা মুখ চোখে পড়ে যায়। তবে কোনও সাধারণ গর্ত নয় বলেই অনুমান করা হচ্ছে। এটি একটি সুড়ঙ্গ বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। যা পাকিস্তানের সঙ্গে ভারতকে যুক্ত করেছে। অনুমান করা হচ্ছে, পাকিস্তান থেকে গোপনে জঙ্গিদের এই সুড়ঙ্গে ভারতে আনা হয়। 

বিএসএফের তরফে জানানো হয়েছে, বুধবার বিকেল সাড়ে পাঁচটার সময় টহল দেওয়ার সময় এই গর্তটি দেখতে পান জওয়ানরা। তবে এই গর্ত বরাবর নেমে তল্লাশি অভিযান সেনাবাহিনী এখনও শুরু করেনি। এমনী এই গর্ত কতদূর লম্বা  বা এই গর্তের আর একটা মুখ কোথায় রয়েছে, সেই বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে বিএসফের জওয়ানরা ঘটনাস্থল ঘিরে রেখেছে। সেখানি বাড়িত পাহারা বসানো হয়েছে। বুধবার সন্ধে হয়ে যাওয়ার কারণে গর্তে নেমে তল্লাশি অভিযান চালানো হয়নি। বৃহস্পতিবার সকাল থেকেই তল্লাশি অভিযান শুরু করা হয়। 

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এই গর্তটি আসলে গোপন সুড়ঙ্গ পথ। এই সুড়ঙ্গের দৈর্ঘ্য ১৫০ মিটার হবে। এই সুরঙ্গের আর এটি মুখ পাকিস্তানে বলেও মনে করা হচ্ছে। একজন পূর্ণবয়স্ক মানুষ অনায়াসে হামাগুড়ি দিয়ে সুড়ঙ্গের মধ্য দিয়ে যাতায়াত করতে পারবেন বলেই মনে করা হচ্ছে। 
সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, সুড়ঙ্গ দিয়ে পাকিস্তান থেকে ভারতে জঙ্গি পাচার নতুন নয়। মাঝে মধ্যেই এই ধরনের সুড়ঙ্গের খোঁজ পাওয়া যায়। সেই ধরনের সুড়ঙ্গের খোঁজ করতেই বিএসএফের জওয়ানরা টহল দিচ্ছিল। সেই সময় সুড়ঙ্গের সামনের মুখটা খোলা অবস্থায় ছিল। সঙ্গে সঙ্গে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 2 =