খারাপ আবহাওয়ার জের! এক সপ্তাহের মধ্যেই বন্ধ হল অমরনাথ যাত্রা

খারাপ আবহাওয়ার জের! এক সপ্তাহের মধ্যেই বন্ধ হল অমরনাথ যাত্রা

জম্মু: সঙ্গ দিচ্ছে না আবহাওয়া। আর তাই যাত্রা শুরু হওয়ার এক সপ্তাহের মধ্যেই ফের সাময়িকভাবে বন্ধ রাখা হল অমরনাথ যাত্রা। জানা যাচ্ছে, খারাপ আবহাওয়ার কারণেই তীর্থযাত্রীদের নুনওয়ান বেস ক্যাম্প থেকে এগোতে দেওয়া হচ্ছে না। তীর্থযাত্রীদের সুরক্ষার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে নুনওয়ান ক্যাম্পে প্রায় তিন হাজার তীর্থযাত্রী আটকে রয়েছেন। উল্লেখ্য, পহেলগাঁওয়ে নুনওয়ান বেস ক্যাম্প থেকেই যাত্রীরা সাধারণত অমরনাথের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। যাত্রা শুরুর একদিন আগে এই বেসক্যাম্পে পৌঁছতে হয় যাত্রীদের। মূলত সেই কারণেই এই মুহূর্তে এই বেসক্যাম্পে এত যাত্রী আটকে রয়েছেন। 

উল্লেখ্য, দীর্ঘ দু বছরের বহু প্রতিক্ষার পর গত ৩০ জুন বৃহস্পতিবার থেকে শুরু হয় বার্ষিক অমরনাথ যাত্রা। প্রসঙ্গত বিগত দু বছরে করোনার বাড়বারন্তের কারণে এই তীর্থযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছিল সরকার। কিন্তু এই বছর করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রিত থাকায় ফের সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয় অমরনাথের দরজা। এই বছর মোট ৪৩ দিনের বার্ষিক অমরনাথ যাত্রা হয়র কথা। যে যাত্রা শুরু হয় ৩০ জুন থেকে, এবং সবকিছু ঠিকঠাক থাকলে সেই যাত্রা আগামী ১১ আগস্ট পর্যন্ত চলার কথা। কিন্তু  তার মধ্যেই হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে যাওয়ার কারণে সাময়িকভাবে এই যাত্রা স্থগিত রাখা হয়েছে।

অন্যদিকে দীর্ঘ দু’বছর এই যাত্রা সম্পূর্ণ বন্ধ থাকায় চলতি বছরের অমরনাথ যাত্রাকে কেন্দ্র করে তীর্থ যাত্রীদের মধ্যে উন্মাদনা এবং উৎসাহ তুঙ্গে। যাত্রা শুরুর দিনেই প্রশাসনিক আধিকারিকরা জানিয়েছেন, যেহেতু দুবছর এই যাত্রা সম্পূর্ণ বন্ধ ছিল তাই এই বছর এই যাত্রায় ভক্তকুলের সংখ্যা উল্লেখযোগ্যহারে বেশী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + 18 =