আগরতলা: সদ্য ত্রিপুরার মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন বিপ্লব দেব। নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মানিক সাহা। ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের বেফাঁস মন্তব্য মাঝে মাঝে ভাইরাল হয়েছে। নেটিজেনের হাসির খোরাক হয়েছেন। কখনও আবার তিনি বিজেপির অস্বস্তি বাড়িয়েছেন। তবে সম্প্রতি তাঁর স্ত্রী নীতি দেবের একটি ট্যুইট নেট দুনিয়ার ভাইরাল হয়েছে। রীতিমতো ট্রোলিং হচ্ছেন তিনি।
কী লিখেছেন বিপ্লব পত্নী নীতি দেব? ত্রিপুরাসুন্দরী মন্দিরে তিনি মিরাক্যাল চাইতে গিয়েছিলেন। টাইপোর জেরে চেয়ে ফেললেন ‘মীরাক্কেল’। সদ্য মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন বিপ্লব দেব। স্ত্রী নীতির সঙ্গে তিনি ত্রিপুরাসন্দুরী মন্দিরে গিয়েছিলেন অলৌকিক স্পর্শ পেতে। সেই ছবি তিনি ট্যুইটারে পোস্ট করেন। সঙ্গে তিনি ক্যাপশান দেন। যেখানে তিনি মিরাক্যাল লিখতে গিয়ে ভুল করে লিখে ফেলেন ‘মীরাক্কেল’। আর তাতেই তিনি ট্রোলের শিকার হন। হেসে খুন নেট নাগরিরকরা। তাঁরা বলছেন, ‘রাজনীতি আর হবে না। বিপ্লব দেব বরং মীরাক্কেলে যোগ দিক। এটাই তাঁর জন্য আদর্শ জায়গা।’
ট্যুইটারে বিপ্লব পত্নী লেখেন, ‘কখনও আশা ছাড়া উচিত নয়। যখনই তুমি আশা ছাড়বে, ভগবান তখন একটা মীরাক্কেল পাঠান। মা ত্রিপুরাসুন্দরী জি সকলের মঙ্গল করুন।’ শনিবার ত্রিপুরায় রাজনীতিতে নয়া চমক। আচমকাই মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন বিপ্লব দেব। রাজ্যপালের কাছে ইস্তফাপত্র পাঠিয়ে তিনি সাংবাদিক সম্মেলন করেন। সেখানেই তিনি জানান, দলের নির্দেশেই এই সিদ্ধান্ত নিয়েছেন। একদিন আগেই তিনি দিল্লিতে স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। সেখান থেকেই তাঁর কাছে পদত্যাগের নির্দেশ এসেছিল বলে মনে করা হচ্ছ। শনিবার সন্ধেয় ত্রিপুরার পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে মানিক সাহার নাম ঘোষণা করা হয়। রবিবার তিনি শপথ নেন।