নয়াদিল্লি: ভারত সফরে এসেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। সফরের প্রথম দিনেই তিনি পা রাখেন গুজরাতে৷ জাতির জনক মহত্মা গান্ধীর জন্মভূমিতে পৌঁছে তাঁর প্রতি নিজের শ্রদ্ধা ব্যক্ত করেন। আজ নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন জনসন। তারপর দু’দেশের যৌথ বিবৃতিতে বক্তব্য রাখার সময়ে জানিয়ে দেন তিনি কোন দেশের করোনা টিকা নিয়েছেন। মোদীর পাশে দাঁড়িয়ে গর্ব করেই তিনি এই তথ্য দিয়েছেন।
আরও পড়ুন- সংক্রমণ, মৃত্যু বাড়ল দুটিই! কোভিড চতুর্থ ঢেউ কি আসন্ন
এর আগে একবার ভারত সফরে আসার কথা থাকলেও করোনার কারণে আসতে পারেননি বরিস। কিন্তু এখন পরিস্থিতি তুলনামূলক ভাল থাকায় দেশে এসেছেন তিনি। তবে টিকা ছাড়া তিনি আসেননি এটা স্পষ্ট করেছেন। যৌথ বিবৃতি দেওয়ার সময়ই তিনি গর্ব করে জানান যে, ভারতীয় করোনা টিকা নিয়েছেন বরিস। কোন টিকা নিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী? তিনি জানান, অক্সফোর্ড এবং সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার যৌথ উদ্যোগে যে টিকা তৈরি করা হয়েছে অর্থাৎ ‘কোভিশিল্ড’ সেটাই নিয়েছেন তিনি। পাশাপাশি তিনি এও জানান, অতিমারির সময়ে ভারত কতটা ভালো কাজ করেছে এবং টিকার ক্ষেত্রেও ভারতের ভূমিকা অগ্রগণ্য।
এই তথ্য দেওয়ার পাশাপাশি ব্রিটেন-ভারত সম্পর্ক নিয়েও কথা বলেন তিনি। স্পষ্টভাবে জানান, এখন সবদিক থেকে মজবুত দুই দেশের সম্পর্ক। এতদিনে এত ভালো সম্পর্ক দুই দেশের মধ্যে হয়নি বলেই দাবি তাঁর। বরিসের বক্তব্য, এই মুহূর্তে ভারত এবং ব্রিটেনের সম্পর্ক আন্তর্জাতিক ক্ষেত্রে উদাহরণ হিসেবে দাঁড়িয়েছে। একই সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে তাঁর কী বিষয় নিয়ে কথা হয়েছে তা বলেন জনসন। রাশিয়া-ইউক্রেন পরিস্থিতি নিয়েও তাঁদের মধ্যে আলোচনা হয়েছে বলে জানান তিনি।