নয়াদিল্লি: নাগাল্যান্ড, মণিপুর এবং অসমে ‘আফস্পা’ নিয়ে কম বিতর্ক নেই। দীর্ঘ দিন ধরে এই নিয়ম প্রত্যাহারের আর্জি জানান হয়েছে। তবে সেই নিয়ে কোনও পদক্ষেপ করেনি কেন্দ্রীয় সরকার। কিন্তু এবার বড় সিদ্ধান্ত নেওয়া হল মোদী সরকারের পক্ষ থেকে। নাগাল্যান্ড, মণিপুর এবং অসমের একাংশ থেকে সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন (আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট বা আফস্পা) প্রত্যাহারের সিদ্ধান্ত নিল কেন্দ্র। এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই ঘোষণা করেছেন।
আরও পড়ুন- এবার রান্নার গ্যাসেও তৎকাল! মাত্র ২ ঘণ্টার মিলবে সিলিন্ডার, কী ভাবে? জানুন..
আজ টুইট করে এই ঘোষণা করার সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারত সরকার আফস্পা নিয়ে বড় সিদ্ধান্ত নিচ্ছে। এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে চলেছে। কয়েক দশক পরে নাগাল্যান্ড, মণিপুর এবং অসমের একাংশে আফস্পা প্রত্যাহারের সিদ্ধান্ত গ্রহণ করা হল। উল্লেখ্য, এই অঞ্চলগুলিতে ১৯৫৮ সালে আফস্পা আইন জারি করেছিল কেন্দ্রীয় সরকার। বহুদিন ধরেই এই আফস্পা নিয়ে বিরোধ হয়েছে উত্তর-পূর্বে।
গত বছরের শেষের দিকে নাগাল্যান্ডে এই ইস্যুতে তোলপাড় হয়। সাধারণ নাগরিকের ওপর গুলি চালানোর মতো ঘটনা ঘটিয়ে ফেলেছিল সেনাবাহিনী। তাই নাগাল্যান্ড সরকার কেন্দ্রকে চিঠি লিখেছিল যাতে এই আইন প্রত্যাহার করা হয়। তবে এখন আইন প্রত্যাহার হল তবে আংশিক। উত্তর-পূর্বে এখন গোটা অসম, নাগাল্যান্ড, রাজধানী ইম্ফল বাদে মণিপুরের বাকি এলাকা এবং অরুণাচলের তিন জেলায় আফস্পা ঙ্গাইন এখনও জারি রয়েছে।