নয়াদিল্লি: প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা পি চিদাম্বরমের বাড়িতে সিবিআই হানা৷ মঙ্গলবার সাত সকালে তাঁর দিল্লি, মুম্বই এবং চেন্নাইয়ের বাড়ি ও অফিসে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা৷ সূত্রের খবর, পি চিদাম্বরমের পুত্র কার্তি চিদাম্বরমের সঙ্গে যুক্ত একটি মামলায় এই তল্লাশি অভিযান৷ কার্তির সংস্থার বিরুদ্ধে আর্থিক বেনিয়মের অভিযোগ রয়েছে৷ সেই মামলাতেই এই তদন্ত৷
আরও পড়ুন- কাশ্মীরি পণ্ডিতদের বাড়ির বাইরে দেওয়া হবে নিরাপত্তা, সরকারি কর্মীদের নিরাপদ স্থানে বদলি
সূত্রের খবর, চিদম্বরম-পুত্র কার্তির বিরুদ্ধে আর্থিক অনিয়ম সংক্রান্ত নতুন মামলা দায়ের করেছে সিবিআই। সেই প্রেক্ষিতেই এই তল্লাশি অভিযান। যদিও সংবাদমাধ্যম সূত্রে খবর, দিল্লি, মুম্বই, চেন্নাই ছাড়াও ওড়িশা, পঞ্জাব এবং কর্ণাটকের মোট ন’টি জায়গায় তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রসঙ্গত, ২০১০ থেকে ২০১৪ পর্যন্ত চিদম্বরম-পুত্র কার্তি চিদাম্বরমের বিদেশি লেনদেনের উপর নজর ছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার৷ এ প্রসঙ্গে শিবগঙ্গার কংগ্রেস সাংসদ কার্তি লিখেছেন, ‘‘সব মিলিয়ে কতবার অভিযান চালানো হল ভুলে গিয়েছি৷ আর কতদিন এটা চলবে? তবে এটা নিঃসন্দেহে রেকর্ড৷’’
অপর একটি সূত্র জানা গিয়েছে, কেন্দ্রীয় মন্ত্রী থাকাকালীন পঞ্জাবে একটি প্রকল্পের কাজের জন্য কয়েক জন চিনা নাগরিককে টাকার বিনিময়ে ভিসা দেওয়ার অনুমোদনের ব্যবস্থা করে দিয়েছিলেন চিদম্বরম। আইএনএক্স মিডিয়া দুর্নীতি মামলাতেও নাম জড়িয়েছিল প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। এর জন্য ২০১৯ সালেও গ্রেফতার হন তিনি৷ এয়ারসেল-ম্যাক্সিস কাণ্ডে দুর্নীতি এবং অর্থপাচার মামলাতেও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরম ও তাঁর ছেলে কার্তি চিদম্বরমের নাম জড়িয়েছিল।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>