চতুর্থ ঢেউয়ের শঙ্কা বাড়িয়ে দেশে করোনা সংক্রমণের হার বাড়ল ৫ শতাংশ

চতুর্থ ঢেউয়ের শঙ্কা বাড়িয়ে দেশে করোনা সংক্রমণের হার বাড়ল ৫ শতাংশ

নয়াদিল্লি: দেশে আবারও নতুন করে মাথাচাড়া দিচ্ছে করোনার আতঙ্ক। বিগত কয়েক সপ্তাহে দেশে যে হারে লাগামছাড়া হারে বেড়েছে করোনা সংক্রমনের হার তাতে ইতিমধ্যেই রাতের ঘুম উড়েছে চিকিৎসক মহলের। পরিস্থিতি যে দিকে যাচ্ছে তাতে অনেকেই মনে করছেন ইতিমধ্যেই দেশ করোনার চতুর্থ ঢেউয়ের দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে। সেই সম্ভাবনাকে শুক্রবার আবারও উস্কে দিয়ে দেশে এক ধাক্কায় ৫ শতাংশ বাড়ল দৈনিক সংক্রমণের হার। জানা যাচ্ছে শুক্রবার দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা সাড়ে তিন হাজারের গণ্ডি পার করেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘন্টায় দেশে ৩৫৪৫ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন।

তবে এদিকে একদিকে যখন দেশে করোনার দৈনিক আক্রান্তের সংখ্যা লাফিয়ে অনেকটাই বৃদ্ধি হয়েছে তখন অন্যদিকে দৈনিক মৃত্যুর সংখ্যা আগের দিনের থেকে বেশ কিছুটা কমেছে। কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী এদিন দেশে করোনায় বলি হয়েছেন ২৭ জন। এই ২৭ জনের মধ্যে ২৬ জনই কেরলের বাসিন্দা এবং বাকি একজন ত্রিপুরার বাসিন্দা বলে জানা গিয়েছে। কেরল এবং ত্রিপুরা ছাড়া দেশের বাকি সমস্ত রাজ্যই মৃত্যুহীন বলে জানাচ্ছে কেন্দ্রের রিপোর্ট।

অন্যদিকে, প্রতিদিনের ধারা বজায় রেখে এদিনও বেশ কিছুটা বেড়েছে দেশে করোনার দৈনিক সুস্থতার হার। কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের রিপোর্ট অনুযায়ী গত একদিনে দেশে ৩৫৪৯ জন লোক করোনামুক্ত হয়ে সুস্থ হয়ে উঠেছেন। করোনার দৈনিক আক্রান্তের সংখ্যার নিরিখে এখনও রাজধানী দিল্লিরই প্রথম স্থানে অবস্থান। জানা গিয়েছে গত এক দিনে শুধুমাত্র দিল্লিতেই করোনা আক্রান্ত হয়েছেন ১৩৬৫ জন। অন্যদিকে দৈনিক সুস্থতার সংখ্যায় প্রথম স্থানে অবস্থান করছে হরিয়ানা। কেন্দ্রের হিসাব বলতে কত একদিনে হরিয়ানায় করোনামুক্ত হয় সুস্থ হয়ে উঠেছেন ১৯৯ জন।  তবে দিল্লি ছাড়াও উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, কেরল, কর্ণাটক, হরিয়ানার মতো একাধিক রাজ্যে রীতিমতো লাফিয়ে লাফিয়ে বাড়ছে দৈনিক সংক্রমণ। ইতিমধ্যেই এই সমস্ত রাজ্যগুলি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশেষজ্ঞ মহল। তাদের মধ্যে অনেকেরই দাবি, অবিলম্বে যদি এই সমস্ত রাজ্যে করোনার বিধি-নিষেধ কঠোর না করা হয় তাহলে আগামীতে আরও ভয়ঙ্কর দিন দেখতে হবে দেশকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six − 4 =