মুম্বই: গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে টাটা সন্সের প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রির। মহারাষ্ট্রের পালঘর হাইওয়েতে ডিভাইডারে ধাক্কা মেরে তাঁর গাড়ি উলটে যায়। তাতে প্রয়াত হন তিনি। আহমেদাবাদ থেকে মুম্বই ফিরছিলেন সাইরাস। মাঝ রাস্তাতেই ঘটে এই দুর্ঘটনা। কিন্তু এই ঘটনা নিয়ে এবার অনেক প্রশ্নই উঠে গিয়েছে। সবথেকে বড় প্রশ্ন, দুর্ঘটনার সময়ে কেন গাড়িতে এয়ারব্যাগ খুলল না। এছাড়াও জানা গিয়েছে, ঘণ্টায় প্রায় ১৩৫ কিলোমিটার বেগে চলছিল তাঁর গাড়ি! কেন এত জোরে আসছিলেন তাঁরা, উত্তর মিলছে না এখনও।
আরও পড়ুন-দুর্ঘটনা, আচমকাই চলে গেলেন টাটা সন্সের প্রাক্তন চেয়ারম্যান
পুলিশ সূত্রে খবর, পালঘরের চারোটি চেকপোস্ট পেরিয়ে পরের ২০ কিলোমিটার মাত্র ন’মিনিটে অতিক্রম করেছিল টাটা সন্সের প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রির গাড়ি। দুর্ঘটনার সময় গাড়ির পিছনের সিটে বসে ছিলেন সাইরাস এবং বন্ধু জাহাঙ্গীর পান্ডোলে। কেউই সিটবেল্ট পরেননি। তাঁরা দুজন ছাড়াও সাইরাসের বন্ধু দারিয়াস পান্ডোলে এবং তাঁর স্ত্রী অনাহিতা পান্ডোলে ছিলেন গাড়িতে। অনাহিতাই গাড়ি চালাচ্ছিলেন বলে খবর। জানা গিয়েছে, দুর্ঘটনার সময়ে পিছনের সিটের এয়ারব্যাগ খোলেনই গাড়ির। কেন তা খুলল না, এত দামি গাড়িতে কেন এই সমস্যা হল, তা অজানা। আরো বড় প্রশ্ন, প্রায় ২৫৬ কিলোমিটার পথ গাড়িতেই তারা পাড়ি দিয়েছিলেন কেন? বিমানে কেন গেলেন না, প্রশ্ন থেকে গিয়েছে।
দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে মৃত অবস্থায় পাওয়া যায় সাইরাসকে। অন্য সহযাত্রীরও মৃত্যু হয়। বাকি দুজন এখন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, অতিরিক্ত গতির কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন গাড়ির চালক। আর এর ফলেই এই দুর্ঘটনা।
