জঙ্গলে হাড়ের টুকরো মিলেছিল, তা কি শ্রদ্ধার? জানাল DNA রিপোর্ট

জঙ্গলে হাড়ের টুকরো মিলেছিল, তা কি শ্রদ্ধার? জানাল DNA রিপোর্ট

নয়াদিল্লি: দেশের রাজধানীর বুকে ঘটে যাওয়া নৃশংস হত্যাকাণ্ড নিয়ে এখনও তোলপাড় চলছে। শ্রদ্ধার ওয়াকার খুনের ঘটনায় মূল অভিযুক্ত আফতাব পুনাওয়ালাকে জেরা করে একাধিক তথ্য পেয়েছিল পুলিশ। তার বয়ান শুনেই তাকে নিয়ে দিল্লির মেহরৌলির জঙ্গল তল্লাশিতে যাওয়া হয়েছিল এবং সেখান থেকেই একাধিক হাড়ের টুকরোর সন্ধান পেয়েছিল পুলিশ। কিন্তু তা কি শ্রদ্ধার, এই প্রশ্ন উত্তর তখন জানা যায়নি। তবে এখন গেল। দিল্লি পুলিশের দাবি, বৃহস্পতিবার ডিএনএ পরীক্ষার রিপোর্ট আসার পর বিষয়টি নিশ্চিত হয়েছে।

আরও পড়ুন- জেলে বন্দি মন্ত্রীকে তেল মালিশ! কী ভাবে ফাঁস ছবি, ED-র বিরুদ্ধে আদালত অবমাননার নোটিস

জানা গিয়েছে, দিল্লির মেহরৌলির জঙ্গল থেকে যে হাড়ের টুকরো উদ্ধার করেছিল পুলিশ, সেগুলি শ্রদ্ধা ওয়াকরের। শ্রদ্ধার বাবার ডিএনএ-নমুনা সংগ্রহ করে তার সঙ্গে মিলিয়ে দেখা হয়েছিল জঙ্গল থেকে উদ্ধার হওয়া হাড়গোড়। সেই রিপোর্টই প্রকাশ্যে এল বৃহস্পতিবার। আফতাবকে নিয়ে পুলিশ এই জঙ্গলেই শ্রদ্ধার দেহাংশের খোঁজে তল্লাশি চালিয়েছিল। এখন জানা গেল, সেই হাড়গুলি শ্রদ্ধারই। উল্লেখ্য, আফতাব তার প্রেমিকা শ্রদ্ধাকে খুন করে ৩৫ টুকরো করেছিল এবং তার দেহ দিল্লির জঙ্গলের বিভিন্ন জায়গায় ফেলে এসেছিল।

ইতিমধ্যেই পুলিশ ধারাল কিছু অস্ত্র আফতাবের ফ্ল্যাট থেকে উদ্ধার করেছিল। তার খুনের স্বীকারোক্তিও আছে তাদের কাছে। কিন্তু তাও এটা প্রমাণ করা যাচ্ছিল না যে সে দোষী। তার জন্য আরও কট্টর প্রমাণ খুঁজছিল পুলিশ। এখন এই ডিএনএ রিপোর্ট বড় হাতিয়ার হতে পারে। আগেই পুলিশ জানিয়েছিল, আফতাব তাদের কাছে বলেছে যে, রাগের মাথায় শ্বাসরোধ করে শ্রদ্ধাকে খুন করার ধারাল অস্ত্র দিয়ে তার দেহের ৩৫ টুকরো করেছিল সে। পরে পুলিশ জঙ্গলে তল্লাশি চালিয়ে শরীরের বড় কোনও টুকরো না পেলেও হাতের কবজি, চোয়ালের মতো টুকরো এবং কিছু হাড় পায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + 20 =