কলকাতা সফর বাতিল হল রাষ্ট্রপতি পদপ্রার্থীর, নেপথ্যে কী কারণ

কলকাতা সফর বাতিল হল রাষ্ট্রপতি পদপ্রার্থীর, নেপথ্যে কী কারণ

নয়াদিল্লি: কলকাতা সফরে আসার কথা ছিল এনডিএ রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুর। শনিবার শহরে এসে বিজেপি নেতা ও বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন তিনি এমনই সম্ভাবনা ছিল। কিন্তু তেমনটা হচ্ছে না আপাতত। রাজ্য সফর বাতিল হয়েছে তাঁর। কারণ নিহত জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের জন্য এদিন জাতীয় শোক পালন হচ্ছে দেশে। তাই এখনই আর কলকাতায় আসছেন না দ্রৌপদী মুর্মু।

আরও পড়ুন- নিজের হাতে বানানো বন্দুক দিয়ে গুলি, কার হাতে শেষ হল শিনজোর জীবন

অনুমান করা হচ্ছিল রাজ্য সফরে এসে স্থানীয় বিজেপি নেতাদের সঙ্গে পরিচয় করবেন তিনি এবং বিজেপি বিধায়কদের রাষ্ট্রপতি নির্বাচনে ভোটদানের পদ্ধতি সম্পর্কে বোঝানো হবে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন কিনা সেই নিয়েও জল্পনা ছিল। কিন্তু এখন আর এইসব কিছুই হচ্ছে না। এই সফর বাতিল হলেও পরে আবার কখনও তিনি আসবেন কিনা সেটাও স্পষ্ট হয়নি। উল্লেখ্য, চলতি মাসেই রাষ্ট্রপতি নির্বাচন হতে চলেছে। ভোটে তিনি যে জিতছেন তা একপ্রকাশ স্পষ্টই হয়ে গিয়েছে।

প্রসঙ্গত, শুক্রবার ভরা সভায় পয়েন্ট ব্ল্যাংক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয় জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবেকে। গুলির আঘাতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি এবং তাঁকে সঙ্গে সঙ্গে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। জাপানের স্থানীয় এক সংবাদ সংস্থা জানিয়েছে, হামলাকারী ব্যক্তির নাম তেতসুয়া ইয়ামাগামি। তার বয়স ৪১ বছর এবং সে নারা শহরেরই বাসিন্দা। গোটা ঘটনায় গভীর শোক প্রকাশ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার জাতীয় শোক পালনের ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × three =