নয়াদিল্লি: নির্বাচনী প্রচার নিয়ে বড় সিদ্ধান্ত নিল জাতীয় নির্বাচন কমিশন। নতুন এক নির্দেশিকা জারি করে স্পষ্ট জানান হয়েছে যে, প্রচারের সময় কী কী করা যাবে না। সভা বা সমাবেশ করার ক্ষেত্রেও নয়া সিদ্ধান্ত নিয়েছে তারা। কেন্দ্রীয় মন্ত্রিসভার সচিব, প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য সচিব এবং মুখ্য নির্বাচন আধিকারিককে এই নির্দেশিকা পাঠানো হয়েছে। তাদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের এই বিষয়ে অবগত করা হয়।
আরও পড়ুন- অনুব্রতের বাড়ির পরিচারক থেকে কাউন্সিলর! সেই মুনের ব্যাঙ্ক থেকে কোটি টাকার লেনদেন!
নির্বাচন কমিশন জানিয়েছে, নির্বাচনী প্রচারের সময় শাড়ি ও জামা বিলি করা যাবে না। এছাড়া নির্বাচনী প্রচারের ক্ষেত্রে স্কুলে সভা বা সমাবেশ করা যাবে না বলেও উল্লেখ করা হয়েছে। পাশাপাশি বিজ্ঞাপন দেওয়া এবং দেওয়াল লিখনের ক্ষেত্রেও আলাদা নির্দেশ দেওয়া হয়েছে। কমিশন জানিয়েছে, ব্যক্তিগত স্থানে বিজ্ঞাপনের দেওয়াল লিখন, পোস্টার দেওয়ার ক্ষেত্রে মালিকের অনুমতি নিতে হবে। তবে এমন কিছু লেখা যাবে না যা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে। প্রচারের গাড়ি ব্যবহারের ক্ষেত্রেও নির্দিষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে, বাণিজ্যিক গাড়ি ব্যবহার করা হলে সেখানে ফ্লেক্স, স্টিকার ব্যবহার করা যাবে না। এক কথায়, সাধারণ মানুষের যাতে কোনও রকম সমস্যা না হয় সেই দিকে নজর দিয়েই নির্বাচনী প্রচার চালাতে হবে।
একাধিক নিষেধাজ্ঞার পরেও বেশকিছু বিষয়ে আগের মতোই ছাড় দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। যেমন মিছিলে টুপি, মুখোশ বা স্কার্ফ পরার ক্ষেত্রে কোনও নিষেধাজ্ঞা থাকছে না। ব্যক্তিগত গাড়ি ব্যবহার করলে তাতে ফ্লেক্স, স্টিকার ব্যবহার করা যাবে। এদিকে গাড়িতে লাউড স্পিকার ব্যবহার করা যাবে।
