কয়েক কোটি খরচ করে ১০ টি জমি কিনেছিলেন রাউত! তথ্য পেল ইডি

কয়েক কোটি খরচ করে ১০ টি জমি কিনেছিলেন রাউত! তথ্য পেল ইডি

মুম্বই: বেআইনি আর্থিক লেনদেন মামলায় শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতকে গ্রেফতার করেছে ইডি। সেই নিয়ে বাণিজ্য নগরী এমনিতেই তোলপাড়। এবার তাঁর সম্পর্কে বিস্ফোরক কিছু তথ্য ইডি পেয়েছে বলে সূত্রের খবর। জানা গিয়েছে, কয়েক কোটি টাকা দিয়ে ১০ টি জমি কিনেছিলেন রাউত। সেই তথ্যই হাতে এসেছে ইডি আধিকারিকদের। আপাতত আগামীকাল, বৃহস্পতিবার পর্যন্ত ইডি হেফাজতে আছেন শিবসেনা সাংসদ। আরও কিছু তথ্য জানা যাবে বলে অনুমান করা হচ্ছে।

আরও পড়ুন- দিল্লিতে চার বিরোধী মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, মুখোমুখি বৈঠকে বসছেন সোনিয়া-মমতা? 

মূলত পত্র চউল জমি দুর্নীতি মামলায় জড়িত শিবসেনা নেতা, অভিযোগ এমনই। এই ঘটনার তদন্ত করতে গিয়েই ইডি জানতে পেরেছে যে, নগদ তিন কোটি টাকা দিয়ে ১০ টি জমি কিনেছিলেন সঞ্জয় রাউত। মুম্বইয়ের কিহিম বিচ, আলিবাগে মোট ১০ টি জমি কেনা হয়েছিল বলে সূত্র মারফৎ জানা গিয়েছে। সম্প্রতি ইডি সঞ্জয় রাউতের বাড়ি সহ মুম্বইয়ের একাধিক জায়গায় তল্লাশি চালিয়েছে। হানা দেওয়া হয়েছিল কয়েকটি সংস্থাতেও। সেখান থেকেই এই সংক্রান্ত বেশকিছু নথিও বাজেয়াপ্ত করা হয়েছে। ইডি এও জানিয়েছে, পত্র চাউলের পুনর্নিমাণ নিয়ে যে দুর্নীতি হয়েছিল তার অংশ হিসাবেই সঞ্জয় রাউতের পরিবার ১ কোটি টাকা পেয়েছিলেন।

এর আগেই ইডি জানিয়েছিল, সঞ্জয় রাউতের বাড়ি থেকে মিলেছে নগদ সাড়ে ১১ লক্ষ টাকা। ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তাঁকে হেফাজতে নেয় ইডি। মহারাষ্ট্রে উদ্ধব-সরকারের পতনের একমাস পর শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতকে জমি দুর্নীতির মামলায় গ্রেফতার করেছে ইডি। ‘সময়’ নিয়ে আগেই প্রশ্ন তুলেছিল বিরোধীরা। অন্যদিকে, সঞ্জয় নিজে জানিয়েছেন, মাথা নিচু করব না, লড়াই চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 7 =