পাত্রের হাত থেকে বরমালা ছিনিয়ে জোর করে বিয়ে প্রাক্তন প্রেমিকের, তারপর…

পাত্রের হাত থেকে বরমালা ছিনিয়ে জোর করে বিয়ে প্রাক্তন প্রেমিকের, তারপর…

পাটনা:  দেশে এমন মজার মজার অনেক ঘটনা ঘটে, যা তাজ্জব হয়ে যেতে হয়। দেশে বিয়ে সম্পর্কিত বিস্ময়কর গল্পের শেষ নেই। আর এই ধরনের খবর প্রায়শই ভাইরাল হয়ে। নেটিজেনরা এই খবরগুলো দেখে মজা করবে না দুঃখ করবে ঠিক বুঝতে পারেন না। সেই রকমই বিহারের পাটনাতে একটা ঘটনা ঘটেছে। এই ঘটনা বলিউডের যে কোনও সিনেমার দৃশ্যপটকে হারিয়ে দিতে পারে। 

পাটনাতে বিয়ে বাড়ি চলছিল। হু হুল্লোড়ে মেতে উঠেছিলেন সকলে। বরপক্ষ চলে আসার পরেই বিয়েবাড়ির উত্তেজনা যেন আরও বেশ খানিকটা বেড়ে যায়। বিয়ের মন্ত্রোচ্চারণ শুরু হয়ে যায়। এতক্ষণ সব ঠিক ছিল। আর পাঁচটা সাধারণ বিয়ে বাড়ির মতো মনে হচ্ছিল। কিন্তু তাল কাটল মালা বদলের সময়। সেই সময় বর একটা হ্যাঁচকা টান অনুভব করেন। ঘুরে দেখেন এক ব্য়ক্তি  তাঁর কাছ থেকে বরমালা ছিনিয়ে নিয়েছেন। ওই ব্য়ক্তি কনেকে মালা পরিয়ে দেন। পুরোহিতের কোনও নির্দেশের আগেই জোর করে কনেকে ওই ব্য়ক্তি সিঁদুর পরিয়ে দেন। 

পাত্রপক্ষ থেকে অন্যান্য অতিথিরা কিছু বুঝে ওঠার আগেই সমস্ত কিছু শেষ। এরপরেই অতিথিরা ওই ব্যক্তিকে মারধর করতে গেলে কনে এসে বাধা দেয়। এরপরেই বিষয়টি সামনে আসে। ওই ব্যক্তি আসলে কনের প্রাক্তন প্রেমিক।  সেই প্রেমিককে প্রত্যাখ্যান করে বাড়ির পছন্দ করা ব্যক্তিকে কনে বিয়ে করতে সম্মত হয়েছিলেন। কিন্তু সেই প্রত্য়াখ্যান প্রেমিক মশাই মোটেই মেনে নিতে পারেননি। তাই বিয়ের আসরে বরকে সরিয়ে নিজেই প্রেমিকাকে বিয়ে করেন। 

ঘটনা প্রকাশ্য়ে আসতেই অতিথিরা হাসবেন না কাঁদবেন বুঝতে পারেন না। প্রেমিককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। অন্যদিকে, বরপক্ষ ওই কনেকে বিয়ে করতে অস্বীকার করেছে। তাঁরা কনে পক্ষের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেছেন। তাঁরা জানিয়েছেন, মেয়েটির একজনের সঙ্গে সম্পর্ক রয়েছে। সেই তথ্য লুকিয়ে বিয়ে দেওয়ার পরিকল্পনা করছিল পরিবার। বিয়ে করতে এসে পাটনার যুবককে খালি হাতেই ফিরে যেতে হয়। তবে যদি এই বিষয়ে পাত্রের কোনও আফশোস নেই। তিনি জানিয়েছেন, এই মেয়ের সঙ্গে বিয়ে হলে তিনি ভবিষ্য়তে বড় ধরনের সমস্য়ার মুখে পড়তে পারতেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + 19 =