পাঁচ রাজ্যে কী অবস্থায় বিজেপি? যা বলছে বুথ ফেরত সমীক্ষা

পাঁচ রাজ্যে কী অবস্থায় বিজেপি? যা বলছে বুথ ফেরত সমীক্ষা

নয়াদিল্লি: উত্তরপ্রদেশ, পঞ্জাব, উত্তরাখণ্ড, গোয়া এবং মণিপুর, পাঁচ রাজ্যের ভোট শেষ হল আজ। আগামী ১০ মার্চ এই পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল সামনে আসবে। তার আগে বুথ ফেরত সমীক্ষা কী ইঙ্গিত দিচ্ছে তা নিয়ে কৌতূহল সকলের। অধিকাংশ ক্ষেত্রে এই সমীক্ষা সেইভাবে না মিললেও অনেক আলোচনা এবং তর্ক হতেই থাকে এই বিশ্লেষণ নিয়ে। আর এই নির্বাচনের অধিকাংশ বুথ ফেরত সমীক্ষা বলছে ক্ষমতায় আসছে বিজেপি। তবে ভাল ফল করবে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি।

আরও পড়ুন- মাধ্যমিক: কেন বন্ধ ইন্টারনেট? কড়া প্রতিক্রিয়া দিলীপের!

উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডের মসনদে ফিরছে বিজেপি সরকারই, বলছে প্রায় সব বুথ ফেরত সমীক্ষা। অন্যদিকে টাইমস নাও, সি ভোটার, এক্সিস মাই ইন্ডিয়া এক্সিট পোলের সমীক্ষা দাবি করছে, পঞ্জাবে ক্ষমতায় আপ। ইন্ডিয়া টু’ডে-র বুথফেরত সমীক্ষায় জানাচ্ছে, উত্তরাখণ্ডে বিজেপি পাচ্ছে ৩৬ থেকে ৪৬টি আসন। কংগ্রেস পাবে ২০ থেকে ৩০টি আসন। ‘জন কী বাত’-এর বুথফেরত সমীক্ষায় দাবি, উত্তরাখণ্ডে বিজেপি পাচ্ছে ৩২ থেকে ৪৯টি আসন। কংগ্রেস পাবে ২৭ থেকে ৩৫টি আসন। এদিকে টাইমস ভিটোর বুথ ফেরত সমীক্ষা বলছে, উত্তরাখণ্ডে বিজেপি পাবে ৩৭টি আসন। কংগ্রেস ৩১ টি।

ইন্ডিয়া টু’ডে-র এক্সিস মাই ইন্ডিয়া এক্সিট পোলের সমীক্ষায় দাবি, পঞ্জাবে ৭৬ থেকে ৯০টি আসন পাবে কেজরিবালের দল। কংগ্রেস পেতে পারে ১৯ থেকে ৩১টি আসন। সি ভোটার সমীক্ষাতেও পঞ্জাবে এগিয়ে আপ। পঞ্জাবে আপ পাচ্ছে ৫১ থেকে ৬১টি আসন। কংগ্রেস পাচ্ছে ২২ থেকে ২৮টি আসন। ইন্ডিয়া টু’ডে-র বুথ ফেরত সমীক্ষা জানাচ্ছে, গোয়ায় কংগ্রেস পাচ্ছে ১৬টি আসন, অর্থাৎ তারা গড়তে চলেছে সরকার। বিজেপি পাবে ১৪ টি আসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven − 3 =