অমৃতসর: জল্পনা ছিল যে ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং রাজনীতির ময়দানে নামতে চলেছে। কিন্তু কোন দলের পতাকা ধরতে তাঁকে দেখা যাবে সেই নিয়ে বিরাট কৌতুহল তৈরি হয়েছিল। অবশেষে সব প্রশ্নের উত্তর মিলল। আম আদমি পার্টির সমর্থনে রাজ্যসভার প্রার্থী হতে চলেছেন হরভজন। সম্প্রতি তাদের তরফেই এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
আরও পড়ুন- এবার রান্নার গ্যাসেও তৎকাল! মাত্র ২ ঘণ্টার মিলবে সিলিন্ডার, কী ভাবে? জানুন..
দিল্লি শাসন করার পাশাপাশি এই প্রথমবার পঞ্জাবে সরকার গড়েছে আম আদমি পার্টি। সেখানে মুখ্যমন্ত্রী হয়েছেন ভগবন্ত মান। সেই সরকারের সমর্থনেই রাজ্যসভায় আসতে চলেছেন প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং। এও জানা গিয়েছে, পঞ্জাব স্পোর্টস ইউনিভার্সিটির দায়িত্বও পেতে পারেন হরভজন। তিনি ছাড়াও রাজ্যসভার জন্য আরও দুই প্রার্থীর নাম ঘোষণা করেছে আম আদমি পার্টি। তারা হলেন দিল্লির জল বোর্ডের ভাইস চেয়ারম্যান রাঘব চাড্ডা এবং আইআইটির অধ্যাপক ড: সন্দীপ পাঠক। তবে সব থেকে বেশি চর্চা হচ্ছে হরভজন সিংকে নিয়েই।
কিছুদিন আগে অনেকেই মনে করেছিলেন যে তিনি কংগ্রেসের যোগ দিতে পারেন কারণ তিনি দেখা করেছিলেন নভজোৎ সিং সিধুর সঙ্গে। তবে সেই সময় এই জল্পনায় জল ঢেলে দিয়েছিলেন খোদ ভারতীয় দলের প্রাক্তন তারকা। তারপর থেকেই কৌতুহল বাড়ছিল তাঁর রাজনৈতিক ময়দান নিয়ে। অবশেষে সেটাও সামনে চলে গেল। বিশেষজ্ঞরা মনে করছেন, পঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী হরভজন সিংয়ের খুব ভালো বন্ধু। তাই তাঁর হাত ধরেই রাজনৈতিক ময়দানে পা ফেলতে চলেছেন ৭০০ উইকেটের মালিক।