সুস্থতা কিঞ্চিৎ কমল, করোনা গ্রাফে দেশের চিন্তা বহাল

সুস্থতা কিঞ্চিৎ কমল, করোনা গ্রাফে দেশের চিন্তা বহাল

নয়াদিল্লি: বিগত কয়েক দিন যাবত স্বস্তি বজায় থাকলেও আবার দেশের কোভিড গ্রাফ নিয়ে বিরাট চিন্তা বাড়ছে। আজও গতকালের তুলনায় দৈনিক সংক্রমণ বেড়েছে। তবে একদিনে মৃত্যুর সংখ্যা সামান্য কম। একাধিক রাজ্যের পরিসংখ্যানে বদল হলেও সবথেকে বেশি চিন্তা হচ্ছে দিল্লিকে নিয়ে। কারণ রাজধানীতে করোনা গ্রাফ শেষ কয়েক দিন থেকে ঊর্ধ্বমুখী। আবার কোভিড গ্রাফ ঊর্ধ্বমুখী হওয়ায় শঙ্কা বাড়ছে। তাহলে কি করোনার চতুর্থ ঢেউ চলে এল? উদ্বেগে রয়েছে দেশের সাধারণ মানুষ। এরই মাঝে আবার শিশুদের জন্য একটি টিকা ছাড়পত্র পেয়েছে।

আরও পড়ুন- সমূহ বিপদ! পৃথিবীর দিকে ধেয়ে আসছে কুতুব মিনারের ৩ গুণ বড় এক গ্রহাণু

কেন্দ্রীয় তথ্য বলছে, আজ দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা ২ হাজার ৪৫১ জন। এই একই সময় মৃত্যু হয়েছে ৫৪ জনের। আবার একদিন সুস্থ হয়েছে ১ হাজার ৫৮৯ জন। এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৫ লক্ষ ১৬ হাজার ০৬৮ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। সব মিলিয়ে এই মুহূর্তে দেশের সক্রিয় রোগীর সংখ্যা ১৪ হাজার ২৪১। এদিকে মোট মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২২ হাজার ১১৬ জনের। আপাতত দেশের সুস্থতার হার ৯৮.৭৫ শতাংশ। টিকাকরণও চলছে দাপটের সঙ্গে। এতদিনে মোট টিকা দেওয়া হয়েছে ১৮৭ কোটি ২৬ লক্ষের বেশি ডোজ। এদিকে, ছোটদের জন্য আলাদা টিকায় ছাড়পত্র দিয়ে দিয়েছে ডিজিসিআই। বায়োলজিক্যাল ই-র তৈরি ‘কর্বেভ্যাক্স’ টিকা ৫ থেকে ১২ বছরের শিশুদের ক্ষেত্রে জরুরি ব্যবহারে ছাড়পত্র পেয়েছে।

অন্যদিকে, সব প্রাপ্ত বয়স্ককে বিনামূল্যে বুস্টার ডোজ দেওয়ার পরিকল্পনা নিচ্ছে কেন্দ্র। আপাতত রাজধানী দিল্লিতে এই নিয়ম চালু হয়েছে। বেশ কয়েক সপ্তাহ হয়ে গেল দেশে শুরু হয়েছে বুস্টার টিকাকরণ। বয়স্ক তো বটেই, ১৮ বছরের ঊর্ধ্বে সকলেই বুস্টার টিকা পাচ্ছেন। ওমিক্রন, তার নতুন রূপ এবং পাশাপাশি রয়েছে করোনার ‘এক্সই’ রূপ, সব নিয়ে চিন্তার কোনও শেষ নেই। মনে করা হচ্ছে এই রূপগুলির জন্যই দেশে ফিরে আসছে করোনা, চতুর্থ ঢেউ নিয়ে। তাই যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যায় তাই সব প্রাপ্ত বয়স্ককে বিনামূল্যে বুস্টার টিকা দেওয়ার কথা ভাবছে সরকার। দিল্লি, হরিয়ানা, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র এবং মিজোরামে গত কয়েক সপ্তাহে ভালো মতো সংক্রমণ বেড়েছে। তাই এই সব রাজ্যেই আপাতত বুস্টার বিনামূল্যে দেওয়া হবে বলে ভাবনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + 17 =

২০ হাজারের নীচে দেশের কোভিড গ্রাফ, সুস্থতা বাড়ল অনেকটা

২০ হাজারের নীচে দেশের কোভিড গ্রাফ, সুস্থতা বাড়ল অনেকটা

নয়াদিল্লি: দেশ করোনা ভাইরাস পরিস্থিতির ভয়াবহতা থেকে বেরিয়ে আসছে, এমনটা আগেই মনে করেছিল কেন্দ্রীয় সরকার। সেই অনুমান আরও স্পষ্ট হল আজ কারণ দেশের কোভিড গ্রাফ আরও তলানিতে ঠেকল। ইতিমধ্যে সব রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলকে চিঠি পাঠানো হয়েছে করোনার অতিরিক্ত বিধিনিষেধ তুলে নেওয়ার কথা জানিয়ে। তবে এখনই যে পুরোপুরি অসতর্ক হওয়া যাবে না সেটাও মনে করিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে। এরই মাঝে দেশের আজকের কোভিড পরিসংখ্যান স্বস্তি দিচ্ছে। আজ অনেক দিন পর দেশের কোভিড গ্রাফ নামল ২০ হাজারের নীচে।

আরও পড়ুন- উত্তরপত্রেই গলদ! ‘ভুল’ স্বীকার SSC-র, চাকরিপ্রার্থীদের নম্বর বাড়ানোর নির্দেশ হাই কোর্টের

গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৯৬৮ জন। এই একই সময় মৃত্যু হয়েছে ৬৭৩ জনের। পরিসংখ্যান বলছে, এই মুহূর্ত পর্যন্ত দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ৪ কোটি ২৮ লক্ষ ২২ হাজার ৪৭৩ জন। পাশাপাশি মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ১১ হাজার ৯০৩ জন। এখনও পর্যন্ত দেশের মোট টিকাকরণ হয়েছে ১৭৫ কোটি ৩৭ লক্ষ ২২ হাজার ৬৯৭ ডোজ। আর গত ২৪ ঘণ্টায় তা হয়েছে ৩০ লক্ষ ৮১ হাজার ৩৩৬ ডোজ। দেশের পটিজিভিটি রেট আজ কিছুটা বেড়ে হয়েছে ১.৬৮ শতাংশ। এই মুহূর্তে দেশের সুস্থতার হার ৯৮.২৮ শতাংশ। ভারতের সংক্রমণের শীর্ষে রয়েছে কেরল। তারপর আছে মহারাষ্ট্র, কর্নাটক, তামিলনাড়ু। যদিও সংক্রমণের হার সেই সব রাজ্যেও কমেছে অনেকটা।

উল্লেখ্য, অতিমারি শেষ হতে যে সময় লাগবে তা অনেক আগে থেকেই জানিয়ে দিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কিন্তু কেন এমন হবে? তাদের বক্তব্য, ওমিক্রন ভ্যারিয়েন্ট তেমন ক্ষতিকর নয় জানিয়ে ও অর্থনীতির অবস্থা ফেরাতে বিভিন্ন দেশ বিধিনিষেধ তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যা অত্যন্ত মারাত্মক হতে পারে মত তাদের। এই গাফিলতির জন্যই অতিমারি আরও দীর্ঘ দিন স্থায়ী হতে পারে বলে ধারণা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তাদের এক স্বাস্থ্য কর্তা জানাচ্ছেন, হয়তো একাধিক দেশে রাজনৈতিক চাপ রয়েছে, কিন্তু তাতে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × one =