বাড়ল অ্যাকটিভ কেস, হাজারের নীচে রয়েছে দেশের দৈনিক সংক্রমণ

বাড়ল অ্যাকটিভ কেস, হাজারের নীচে রয়েছে দেশের দৈনিক সংক্রমণ

নয়াদিল্লি: স্বস্তি বজায় থাকল আজকে দেশের কোভিড গ্রাফ নিয়ে। গতকালের তুলনায় দৈনিক সংক্রমণ বাড়লেও তা নিয়ন্ত্রণে আছে। একদিনে মৃত্যুর সংখ্যাও বিরাট স্বস্তি দিচ্ছে, গতকালের থেকেও তা কমেছে। কিন্তু সব মিলিয়ে বিগত কিছু দিন ধরেই করোনা গ্রাফ কার্যত একই জায়গায় ঘোরাফেরা করছে দেশে। বিধিনিষেধ উঠে গেলেও কোনও ভাবেই যাতে সংক্রমণ মাথাচাড়া না দেয়, তার জন্য টিকাকরণের পাশাপাশি করোনা রোগী চিহ্নিত করতে জোর দেওয়া হচ্ছে টেস্টিংয়ে। এরই মাঝে আবার শুরু হয়েছে সকলের জন্য বুস্টার টিকাকরণ।

আরও পড়ুন: ‘হাইব্রিড কোভিড’ নিয়ে বড় আশঙ্কা করছে ‘হু’, এই লক্ষণগুলি চিন্তা বাড়াবে

কেন্দ্রীয় তথ্য বলছে, আজ দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা ৯৭৫ জন, এই একই সময় মৃত্যু হয়েছে মাত্র ৪ জনের। আবার একদিন সুস্থ হয়েছে ৭৯৬ জন। এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৫ লক্ষ ০৭ হাজার ৮৩৪ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। সব মিলিয়ে এই মুহূর্তে দেশের সক্রিয় রোগীর সংখ্যা ১১ হাজার ৩৬৬। এদিকে মোট মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২১ হাজার ৭৪৭ জনের। আপাতত দেশের সুস্থতার হার ৯৮.৭৬ শতাংশ। টিকাকরণও চলছে দাপটের সঙ্গে। এতদিনে মোট টিকা দেওয়া হয়েছে ১৮৬ কোটি ৩৮ লক্ষের বেশি ডোজ। ইতিমধ্যে দেশে কোভিড বিধি প্রায় প্রত্যাহার করা হয়েছে এবং অনেকে রাজ্যে মাস্ক ব্যবহারেও শিথিলতা জারি করা হয়েছে। মনে করা হচ্ছে, দেশ পুরোপুরি সুস্থ হওয়ার পথেই।

ইতিমধ্যেই রবিবার থেকে দেশে শুরু হয়েছে সকলের জন্য বুস্টার টিকাকরণ। এই বুস্টার ডোজ নিতে গেলে আগের দুটি ডোজের টিকা নিতে হবে। আর দ্বিতীয় ডোজের টিকা নেওয়ার ৯ মাস পর এই বুস্টার ডোজের টিকা নেওয়ার নিয়ম বলেই জানান হয়েছে। দ্বিতীয়ত, প্রথম ও দ্বিতীয় ডোজের সময় যে টিকা নিয়েছিলেন, সেই টিকারই বুস্টার ডোজ পাবেন ব্যক্তি। অর্থাৎ কেউ যদি কোভিশিল্ডের প্রথম ও দ্বিতীয় ডোজ নেন, তাহলে তিনি সেই টিকাই পাবেন। কোভ্যাক্সিনের ক্ষেত্রেও একই নিয়ম প্রয়োজ্য হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − five =

একদিনেই বাড়ল দেশের করোনা উদ্বেগ, আবার বাড়ছে মৃত্যু ভয়

একদিনেই বাড়ল দেশের করোনা উদ্বেগ, আবার বাড়ছে মৃত্যু ভয়

নয়াদিল্লি: দেশ করোনা ভাইরাস পরিস্থিতির ভয়াবহতা থেকে বেরিয়ে আসছে, এমনটা মনে করছে কেন্দ্রীয় সরকার। সেই কারণে গতকাল সব রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলকে চিঠি পাঠানো হয়েছিল করোনার অতিরিক্ত বিধিনিষেধ তুলে নেওয়ার কথা জানিয়ে। কিন্তু আজ ফের দেশের কোভিড গ্রাফে বৃদ্ধি ঘটেছে। গতকালের তুলনায় দৈনিক আক্রান্ত এবং মৃত্যু দুইই বেড়েছে আজ। তাই নতুন করে উদ্বেগ বৃদ্ধি হয়েছে। যদিও পরিস্থিতি আগে মতো অনিয়ন্ত্রিত হয়ে যাবে না বলে আশা প্রকাশ করা হচ্ছে।

আরও পড়ুন- মিষ্টি কথায় ভুলিয়ে ৭ রাজ্যে ১৪ বিয়ে ভুয়ো ডাক্তারের! অবশেষে পুলিশের জালে গুণধর

গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৭৫৭ জন। এই একই সময় মৃত্যু হয়েছে ৫৪১ জনের। পরিসংখ্যান বলছে, আপাতত দেশে করোনায় সক্রিয় আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ৩২ হাজার ৯১৮ জন। পাশাপাশি মোট সুস্থ হওয়ার সংখ্যা ৪ কোটি ১৯ লক্ষ ১০ হাজার ৯৮৪ জন। দেশে এখনও পর্যন্ত কোভিডের বলি ৫ লক্ষ ১০ হাজার ৪১৩ জন। এখনও পর্যন্ত দেশের মোট টিকাকরণ হয়েছে ১৭৪ কোটি ২৪ লক্ষ ৩৬ হাজার ২৮৮ ডোজ। গত ২৪ ঘণ্টায় ভ্যাকসিন পেয়েছেন ৩৪ লক্ষের বেশি। দেশের পটিজিভিটি রেট আজ কিছুটা বেড়ে হয়েছে ২.৬১ শতাংশ। এই মুহূর্তে দেশের সুস্থতার হার ৯৮.০৩ শতাংশ।

উল্লেখ্য, গতকাল কেন্দ্র জানিয়েছিল গত সপ্তাহ থেকে মহামারীর সংক্রমণ হ্রাসের একটি প্রবণতা দেখা গিয়েছে। তাই এখন আর করোনার অতিরিক্ত বিধিনিষেধ দরকার আছে বলে মনে করছে না তারা। তাই রাজ্যের অতিরিক্ত কোভিড -১৯ নিষেধাজ্ঞাগুলি যাচাই করে তা তুলে নেওয়া হোক, এমন বার্তাই দেওয়া হয়েছে। সেই প্রেক্ষিতে বিমানবন্দর এবং সীমান্ত সংক্রান্ত বিধি যাতে তুলে নেওয়া হয় সেই দিকে নজর দিতে বলেছে কেন্দ্রীয় সরকার। যদিও, বিধিনিষেধ তুলে দেওয়া মানে যে কোভিড পরিস্থিতির দিকে আর নজর দিতে হবে না এমনটা নয়। প্রতিনিয়ত করোনা বিষয়ক নজরদারি চালাতে হবে বলেই নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, ইতিমধ্যেই গোয়ায় ১০০ শতাংশ করোনা ভাইরাস টিকাকরণ হয়েছে বলে দাবি করেছে কেন্দ্র। তাই সেখানে ভ্যাক্সিনেশন সেন্টার গুলি এবার বন্ধ করা সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − 9 =