নয়াদিল্লি: দেশ করোনা ভাইরাস পরিস্থিতির ভয়াবহতা থেকে বেরিয়ে আসছে, তা আজ আরও বোঝা গেল। আজ দৈনিক আক্রান্তের সংখ্যা ৭ হাজারের নীচেই রয়েছে। সব রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলকে অনেক আগেই চিঠি পাঠানো হয়েছে কেন্দ্রের তরফে যাতে করোনার অতিরিক্ত বিধিনিষেধ তুলে নেওয়া হয়। তবে এখনই যে পুরোপুরি অসতর্ক হওয়া যাবে না সেটাও মনে করিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে। এরই মাঝে দেশের আজকের কোভিড পরিসংখ্যানে হেরফের। গতকালের তুলনায় কমেছে আক্রান্ত-মৃত্যু।
আরও পড়ুন- তাহেরপুর বামেদের দখলে যেতেই রাতিরাতি বদল ওসি! তবে কি শাস্তি?
গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৩৯৬ জন। এই একই সময় মৃত্যু হয়েছে ২০১ জনের। পরিসংখ্যান বলছে, এই মুহূর্ত পর্যন্ত দেশে অ্যাকটিভ করোনায় আক্রান্তের সংখ্যা ৬৯ হাজার ৮৯৭ জন। পাশাপাশি মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ১৪ হাজার ৫৮৯ জন। এই মুহূর্তে মোট সুস্থ হওয়ার সংখ্যা ৪ কোটি ২৩ লক্ষ ৬৭ হাজার ০৭০ জন এবং গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১৩ হাজার ৪৫০ জন। এখনও পর্যন্ত দেশের মোট টিকাকরণ হয়েছে ১৭৮ কোটি ২৯ লক্ষ ১৩ হাজার ০৬০ ডোজ। গতকাল ভ্যাকসিন পেয়েছেন সাড়ে ২৪ লক্ষের বেশি মানুষ। দেশের পটিজিভিটি রেট আজ কিছুটা বেড়ে হয়েছে ০.৬৯ শতাংশ। এই মুহূর্তে দেশের সুস্থতার হার ৯৮.৬৪ শতাংশ।
অন্যদিকে গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৩৯ জন। সংক্রমিত জেলাগুলির মধ্যে আজ আবার প্রথম স্থানে উত্তর ২৪ পরগনা। নতুন করে সেখানে সংক্রমিত যথাক্রমে ২৫ জন। কলকাতা দ্বিতীয় স্থানে, সেখানে আক্রান্ত ২০ জন। সব মিলিয়ে রাজ্যের মোট আক্রান্তের সংখ্যা ২০ লক্ষ ১৫ হাজার ৫৪৫ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় একজনেরও মৃত্যু হয়নি রাজ্যে। মোট মৃত্যু হয়েছে ২১ হাজার ১৭৮ জনের। অন্যদিকে, একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ১৫৮ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৯ লক্ষ ৯২ হাজার ৫৯১ জন।