কোভিডে দেশের হাল এখন কেমন? সংক্রমণ কিন্তু ঊর্ধ্বমুখী

কোভিডে দেশের হাল এখন কেমন? সংক্রমণ কিন্তু ঊর্ধ্বমুখী

নয়াদিল্লি: দেশের কোভিড গ্রাফ নিয়ে চিন্তা বাড়ছেই। দৈনিক সংক্রমণ নিয়ে উদ্বেগ হওয়াই স্বাভাবিক। একাধিক রাজ্যের পরিসংখ্যানে বদল হলেও সবথেকে বেশি চিন্তা আবার বেড়েছে মহারাষ্ট্র নিয়ে। কারণ সেখানে করোনা গ্রাফ ঊর্ধ্বমুখী। মাঝে অনেক রাজ্যে কোভিড বিধি শিথিল করে দিয়েছিল। কিন্তু এখন আবার নতুন করে নিয়ম লাগু করা হচ্ছে। মাস্কও বাধ্যতামূলক করা হচ্ছে।

আরও পড়ুন- গরু পাচারের টাকা অনুব্রত-কন্যার ব্যাঙ্ক অ্যাকাউন্টে? সিবিআই নজরে আরও ১৫!

কেন্দ্রীয় তথ্য বলছে, আজ দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ২৭২ জন। এই একই সময় মৃত্যু হয়েছে ৩৬ জনের। এদিকে মোট মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৭ হাজার ২৭৯ জনের। আবার একদিন সুস্থ হয়েছে ১৩ হাজার ৯০০ জন। এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৩৬ লক্ষ ৯৯ হাজার ৪৩৫ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। সব মিলিয়ে এই মুহূর্তে দেশের সক্রিয় রোগীর সংখ্যা ১ লক্ষ ০১ হাজার ১৬৬ জন। আপাতত দেশের সুস্থতার হার ৯৮.৫৮ শতাংশ। টিকাকরণও চলছে দাপটের সঙ্গে। এতদিনে মোট টিকা দেওয়া হয়েছে ২০৯ কোটি ৪০ লক্ষ ৪৮ হাজার ১৪০ ডোজ। আর গত ২৪ ঘণ্টায় দেওয়া হয়েছে ১৩ লক্ষ ১৫ হাজার ৫৩৬ ডোজ।

অন্যদিকে জোরকদমে চলছে প্রাপ্তবয়স্কদের বিনামূল্যে বুস্টার ডোজ দেওয়ার অভিযান। টিকাকরণের পাশাপাশি করোনা রোগী চিহ্নিত করতে জোর দেওয়া হচ্ছে টেস্টিংয়েও। তবে করোনা ছাড়াও মাঙ্কিপক্স, ফ্লু, ডেঙ্গু প্রভৃতি রোগ নিয়েও আতঙ্ক তৈরি হয়েছে। বাংলা সহ দেশের একাধিক রাজ্যের মানুষ চিন্তিত এই সব রোগ নিয়ে। তাই চিকিৎসকরা সকলকেই সাবধানে থাকার পরামর্শ দিচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + 1 =