১০০-র নীচে নেমে গেল দেশের দৈনিক মৃত্যু! অ্যাকটিভ কেসও কমল

১০০-র নীচে নেমে গেল দেশের দৈনিক মৃত্যু! অ্যাকটিভ কেসও কমল

নয়াদিল্লি: তৃতীয় ঢেউয়ের আতঙ্ক কাটিয়ে উঠেছে দেশ। করোনা ভাইরাস চতুর্থ ঢেউ আসবে এই রকম কোনও দাবি এখন আর করা হচ্ছে না। অধিকাংশের মতেই, করোনার চতুর্থ ঢেউ আর কোনও প্রভাব ফেলবে না। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে দেশের কোভিড গ্রাফ আরও স্বস্তি দিচ্ছে আজ। দৈনিক সংক্রমণের পাশাপাশি আরও কমেছে মৃত্যু। অ্যাকটিভ কেসের ক্ষেত্রেও বিরাট স্বস্তি।

আরও পড়ুন- শূকরের হৃদপিণ্ড প্রতিস্থাপন হয়েছিল, ২ মাস পর মৃত্যু ব্যক্তির

শেষ পাওয়া তথ্য অনুযায়ী, আজ দেশে কোভিড আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৬১৪, এই একই সময় মৃত্যু হয়েছে ৮৯ জনের। দেশে এখনও পর্যন্ত কোভিডের বলি ৫ লক্ষ ১৫ হাজার ৮০৩ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়ার সংখ্যা ৫ হাজার ১৮৫। পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৪ লক্ষ ৩১ হাজার ৫১৩ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। সব মিলিয়ে এখন দেশে সক্রিয় রোগী রয়েছে ৪০ হাজার ৫৫৯ জন, যা মোট আক্রান্তের ০.০৯ শতাংশ। দেশের পজিটিভিটি রেট আপাতত ০.৪৪ শতাংশ এবং সুস্থতার হার ৯৮.৭১ শতাংশ। একই সঙ্গে দেশে মোট টিকা দেওয়া হয়েছে ১৭৯ কোটি ৯১ লক্ষ ৫৭ হাজার ৪৮৬ ডোজ, গত ২৪ ঘণ্টায় দেওয়া হয়েছে ১৮ লক্ষ ১৮ হাজার ৫১১ ডোজ।

তাহলে কি এটাই করোনার ইতি বলে মানা যাবে? তাহলে কি মাস্ক পুরোপুরি বর্জনের সময় এসে গিয়েছে? বিশেষজ্ঞরা জানাচ্ছেন, যা পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে তাতে করোনাভাইরাস মানুষের মধ্যে থেকে যাবে, তবে আর বাড়াবাড়ি সৃষ্টি করবে না। তাই এই নিয়ে আরও আতঙ্কিত হওয়ার কারণ নেই। তাদের বক্তব্য, প্যানডেমিক এবং এন্ডেমিক হওয়ার পথেই চলে এসেছে। তাই ভাইরাস নিয়ে অযথা চিন্তা করারও কোনও দরকার নেই। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে অনেক আগেই সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে চিঠি দিয়ে পরামর্শ দেওয়া হয়েছিল যে, অতিরিক্ত কোভিড বিধি তুলে নিতে। একই সঙ্গে বিভিন্ন পরিষেবা স্বাভাবিক করতে। সেই প্রেক্ষিতে নির্দেশ মেনেছে রাজ্যগুলি। প্রায় সব পরিষেবা স্বাভাবিক করা হয়েছে। পাশাপাশি ফের একবার স্বাভাবিক হতে চলেছে আন্তর্জাতিক বিমান পরিষেবা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + four =